BSNL গ্রাহকদের জন্য সুখবর। চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে চালু হতে চলেছে 4G পরিষেবা। ইতিমধ্যে সমস্ত সার্কেলে ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে BSNL-এর নেট স্পিড অনেকটাই বাড়বে। পাশাপাশি কল ড্রপের সমস্যাও অনেকটা কমবে।
BSNL-এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সারা দেশে BSNL-এর ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং ট্রায়াল প্রক্রিয়ায় ফলাফল অত্যন্ত সন্তোষজন। সেই কারণে ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই সারা দেশে 4G পরিষেবা চালু করা হবে। এমনকি গ্রাহক সুবিধার্থে 4G সিম দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
ওই আধিকারিক জানিয়েছেন, গোটা দেশে BSNL এর একাধিক সার্কেল রয়েছে। প্রায় দু বছর ধরে বিভিন্ন সার্কেলে ট্রায়াল শুরু করা হয়। BSNL-এর 4G চালু হলে গ্রাহকসংখ্যাও এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বছর খানেক আগে প্রতিটি বেসরকারি সংস্থা 4G পরিষেবা চালু করেছিল। সম্প্রতি 5G পরিষেবাও চালু করা হয়েছে। যার ফলে স্পিডে অনেকটাই পিছিয়ে পড়েছিল BSNL। গ্রাহক সংখ্যাও কমেছিল অনেকটা। চলতি বছরের এপ্রিল মাসে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে জানা গিয়েছি তাদের গ্রাহক সংখ্যা ৭.৪৬ শতাংশ কমেছে।
এদিকে BSNL এর ব্যবহারকারীদের জন্য সুখবর দিতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা। BSNL এ প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রতন টাটার সংস্থা। মূলত ডেটা সেন্টার তৈরির কাজ করা হবে ওই টাকায়।