বেসরকারি সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তার প্ল্যান রয়েছে BSNL-এর। সামান্য টাকার বিনিময়ে ভয়েস কলিং এবং ডেটা ব্যবহারের সুবিধা। অন্য বেসরকারি সংস্থাগুলি প্রতিটি প্ল্যানের ক্ষেত্রে ৫০ টাকা থেকে ১০০ টাকা করে দাম বৃদ্ধি করলেও BSNL- এ দাম বৃদ্ধি হয়নি। আর সেই কারণে কিছুটা সুরাহা মধ্যবিত্তদের।
BSNL-এ রয়েছে একটি বার্ষিক প্ল্যান। অর্থাৎ ওই প্ল্যানদিয়ে বছরে একবার রিচার্জ করলেই সারা বছর কলিং এবং ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। জেনে নিন বিস্তারিত তথ্য-
BSNL-এর ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। অর্থাৎ সিঙ্গল রিচার্জে সারা বছর নেট ও কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের মাধ্যমে ৩০০মিনিট যে কোনও নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা। ৩০০ মিনিট শেষ হওয়ার পর ১ টাকা প্রতি মিনিট হিসেবে টাকা কাটা হবে।
ভয়েস কলিংয়ের পাশাপাশি 3GB ডেটা এবং ৩০টি SMS এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেক্ষেত্রে SMS শেষ হয়ে গেলে প্রতিটি মেসেজ ৮০ পয়সা হিসেবে খরচ করতে হবে। এবং অতিরিক্ত ডেটা ব্যবহার করতে হলে প্রতি MB ২৫ পয়সা হিসেবে খরচ করতে হবে।
এর সঙ্গে এই প্ল্যানটিতে অতিরিক্ত ২৪ দিনের বেনিফিট দেওয়া হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের ১ তারিখ থেকে ২৪ তারিখের ম্ধ্যে রিচার্জ করতে হবে।