মোবাইল এখন মানুষের জীবনে অপরিহার্য অঙ্গ। একই সঙ্গে ব্যক্তিগত জীবন ও অফিসের কাজ, সবই সামলাতে হয় মোবাইলে। থাকে ব্যাঙ্কের কাজও। অনেকে দুটি মোবাইল ব্যবহার করেন। তবু গুরুত্বপূর্ণ সময় মোবাইল বন্ধ হলে বিপদে পড়ে যেতে হয়। এর একমাত্র সমাধান পাওয়ারব্যাঙ্ক। ভাল পাওয়ারব্যাঙ্কের দাম অনেক। তবে এই মুহূর্তে বাজারে হাজার টাকার মধ্যে ভাল পাওয়ারব্যাঙ্ক কোনগুলি। জেনে নিন বিশদে।
পাওয়ার ব্যাঙ্ক হবে হালকা। সাইজও হবে ছোট। তবে সুবিধা হয় যে কোনও ব্যবহারকারীর। পাশাপাশি ক্যাপাসিটিও বেশি হওয়া প্রয়োজন। এই মুহূর্তে এই সবকটি গুণ রয়েছে অ্য়ামাজন বেসিকস ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কে। এর ক্যাপাসিটি ৫০০০ mAh। ৬০-৭৫ শতাংশ চার্জ হয়ে যাবে। টাইপ সি পোর্টে কাজ করে এই পাওয়ারব্যাঙ্ক। দামও বাজেটের মধ্যে।
শুধু টাইপ সি পোর্ট নয়, আই ফোন ব্যবহাকারীদের জন্য ওয়ারলেস পাওয়ারব্যাঙ্ক এনেছে অ্যামাজন বেসিকস। ২০ ওয়াটের এই পাওয়ারব্যাঙ্ক ফুল চার্জ করতে লাগে তিন ঘণ্টা। আইফোন ১৫-এর মতো ফোনে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৯০ মিনিট।