প্রবল গরম। দুপুরে একবার বাইরে বেরোলেই শরীর-পুড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন কাজে বাইরে তো যেতে হবেই। তাহলে ঠান্ডা থাকার উপায় কী? সঙ্গে রাখুন পোর্টেবল এয়ার কুলার। মাত্র ২৯৫টাকায় অ্য়ামাজন থেকে কিনতে পারবেন ওই যন্ত্র।
কী কী ফিচার্স রয়েছে?
৩০০ গ্রামেরও কম ওজনের ওই কুলার সহজেই একস্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। দুটি কুলিং ভেন্ট থাকবে। যেগুলি দিয়ে অনবরত ঠান্ডা হাওয়া বেরিয়ে আসবে। এছাড়াও থাকবে একটি আইস ট্রে। যেখানে প্রয়োজনমতো জল বা আইস কিউব রাখা যাবে।
এই যন্ত্রটির দাম সাধারণ বাজারে ৯৯৯টাকা। কিন্তু বিশেষ অফারে মাত্র ২৯৫টাকাতেই পাবেন বিশেষ ধরনের ওই কুলার।