সম্প্রতি আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতার ঘটনা বেড়েই চলেছে। ফলে পেনশন চালু রাখার জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। কেওয়াইসি হিসেবে নাকি আঙুলের ছাপের বদলে মুখের ছবিতেই জোর দিচ্ছে কেন্দ্র। দেশের নানা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছেও সেই মাফিক নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে আঙুলের ছাপ নকলের অভিযোগ সামনে আসার পরে এ নিয়ে ক্ষুব্ধ বহু মানুষ। আধারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিভিন্ন ব্যাঙ্কের অবশ্য মত, বহু বয়স্ক মানুষের আঙুল ছাপও মেলে না। তাই বেশ কিছু দিন আগে থেকেই ‘ফেস অথেন্টিকেশন প্রযুক্তি’ মারফত লাইফ সার্টিফিকেট জমার ব্যবস্থা চালু থাকলেও এবার কেন্দ্র তাতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে।