ইউটিউবকে তলব কেন্দ্রের। ‘অশালীন’ ভিডিইয়োর অভিযোগ সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য ইউটিউবের ভারতীয় শাখার মুখ্য জননীতি আধিকারিককে তলব করল জাতীয় শিশু অধিকার কমিশন (NCPCR)।
আগামী ১৫ জানুয়ারি 'মা-শিশুর আপত্তিকর ভিডিয়ো' থাকা চ্যানেলেগুলির তালিকা সমেত কমিশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা যাচাই করে বেশ কিছু চ্যানেলকে নিষিদ্ধ করতে পারে কেন্দ্র, এমনকী আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
জাতীয় শিশু অধিকার কমিশনের প্রধান প্রিয়াঙ্কা কানুনগো জানিয়েছেন, পকসো আইন লঙ্ঘিত হচ্ছে এমন বেশ কিছু ভিডিয়ো চিহ্নিত করেছে কেন্দ্র, সেরকম ভিডিয়ো থাকলে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের জেলে যেতে হবে।”