সেই ১৮ বছর বয়সে ছবি তোলা হয়েছিল। তারপর থেকে সবকিছু বদলালেও ভোটার কার্ডের ছবিটা বদল হয়নি। যে ছবিটা এখন দেখে আপনি নিজেকে চিনতে পারেন না, অন্য কেউ চিনবে কিভাবে? এই খারাপ এবং পুরাতন ছবি বদলে ফেলতে চান? তাহলে আজ রইল সেই সমস্যার সমাধান। জেনে নিন কী ভাবে অনলাইনেই ভোটার কার্ডের ছবি বদল করবেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.nvsp.in) গিয়ে হোমপেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন। এবার কারেকশন অপশনে ক্লিক করে নিজের ভোটার আইডি নম্বর লিখুন। সেই নম্বরে ভোটার কার্ড না পাওয়া গেলে My Voter ID Number is not available-এ ক্লিক করুন।
আরও পড়ুন - হোয়াটসঅ্য়াপের মাধ্যমে ভুল তথ্য শেয়ার করছেন না তো? বড় বিপদে পড়তে পারেন
এর পরবর্তী অপশনে বাকি ব্যক্তিগত তথ্য দিয়ে ফটোতে ক্লিক করুন। আর সেখানেই ফটো আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফটো আপডেট হয়ে যাবে। এই প্রক্রিয়া সফল হল কি না সেই স্ট্যাটাস চেক করতে আপনি অ্যাপ্লিকেশন ট্রাক্ট অপশনে গিয়ে চেক করে নিন।
ছবিটি আপডেট হতে ১৫ থেকে ৩০ দিন সময় নেয়। শুধু ফটো নয়, চাইলে আপনি অন্য কোনও তথ্য ভুল থাকলে সেটিও কারেকশন করতে পারবেন।