পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যবহার করা যাবে এই পেমেন্ট ব্যাঙ্ক। যার ফলে গ্রাহকদের উদ্বেগ বেড়েছে।
তবে, উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ নির্দেশ অনুসারে, ব্যবহারকারীরা ২৯ ফেব্রুয়ারির পরে তাঁদের ওয়ালেট বা ফাস্ট্যাগ টপ আপ করতে পারবেন না। এমনকি নিজেদের অ্যাকাউন্টে টাকাও জমা করতে পারবেন না। কিন্তু টাকা ট্রান্সফার এবং উইথড্রল দুটোই করা যাবে।
আরও পড়ুন - ভুলে যান অভ্র, মোবাইলে বাংলা টাইপিং এখন জলের মতো সহজ! কীভাবে করবেন?
আর FASTags-এর ক্ষেত্রে সময় রয়েছে ১ মার্চ পর্যন্ত। এরপর থেকে FASTags টপ আপ করার অনুমতি দেওয়া হবে না। তবে, আপনি ফাস্টট্যাগ ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।
আর যে সমস্ত ব্যবহারকারীরা তাদের Paytm এ FASTags নিষ্ক্রিয় করতে চান তাঁরা অ্যাপে লগ ইন করে , অপশনের মাধ্যমে এই পরিষেবা বন্ধ এমনকি FASTag পেটিএম থেকে অন্য ব্যাঙ্কে পোর্টও করতে পারবেন।