রাতে WiFi রাউটার চালিয়েই ঘুমিয়ে পড়ছেন? সর্বনাশ। নিজের অজান্তে কী মারাত্মক ভুল করছেন জানেন? কী কী ক্ষতি হয় জানা আছে? যা জানলে চমকে উঠবেন। বিশেষজ্ঞরা যা বললেন তা শুনলে আঁতকে উঠবেন।
এখন অনেকেই সারারাত WiFi রাউটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, এর ফলে কত বড় ক্ষতি করছেন আপনি? বিশেষজ্ঞদের কথা শুনলে চমকে উঠবেন।
রাতে ঘুমনোর সময় অনেকে রাউটার বন্ধ করতে ভুলে যান। অনেকে আবার ইচ্ছা করেও অফ করেন না। কিন্তু এতেই বড় বিপদ ডেকে আনছেন আপনি। বড় ক্ষতি হতে পারে আপনার।
এখন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রায় প্রত্যেকের বাড়িতেই ব্রডব্যান্ড কানেকশন নেন। এর সঙ্গে প্রয়োজন হয় একটি WiFi রাউটার। কিন্তু অনেকেই জানেন না, সারারাত WiFi রাউটার অন করে রাখলে কী বিপদ হতে পারে।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থের তরফে ২০১১ সালে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে জানানো হয়েছে, রাউটার থেকে যে তরঙ্গ বা ইলেকট্রো ম্যাগনেটিক রে নির্গত হয় তা মস্তিষ্কের জন্য বিপজ্জনক। এবং বারবার যদি ওই তরঙ্গ শরীরে প্রবেশ করে তাহলে একাধিক সমস্যা হতে পারে।
ওই রিপোর্টে প্রকাশ করা হয়েছে, এমন কিছু মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছে যাঁরা মাথার কাছে মোবাইল ফোন বা রাউটার চালিয়ে ঘুমোন। সেক্ষেত্রে তাঁদের প্রত্যেকের মাইগ্রেন, মাথাব্যথা, অনিদ্রার মতো বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে।
এমনকি ওই রিপোর্টে প্রকাশ, WiFi রাউটার থেকে নির্গত তরঙ্গ থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এছাড়াও স্নায়বিক ও প্রজননের সমস্যা হতে পারে। স্লিপিং ডিসঅর্ডারের সমস্যা তৈরির সম্ভাবনাও থাকে।
উল্লেখ্য ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দুই ধরনের বিকিরণ হয়। আয়োনায়জিং এবং নন আয়োনায়জিং। এতদিন পর্যন্ত নন আয়োনায়জিং বিকিরণ থেকে তেমন ক্ষতিকারক প্রভাবের তেমন প্রমাণ না মিললেও এবার সেই বিষয়েও সতর্ক করছেন চিকিৎসকরা।
সেই কারণে চিকিৎসকদের পরামর্শ, রাতে অবশ্যই যেন রাউটার অফ করে রাখা হয়। এছাড়াও মাথার কাছে ফোন না রাখারও পরামর্শ দিয়েছেন তাঁরা।