সরকারি বিভিন্ন পরিচয়পত্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল PAN কার্ড। ব্যাঙ্কের যাবতীয় কাজকর্মের পাশাপাশি সরকারি দফতরের অনেক কাজের জন্যেও PAN কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই কার্ডটি হারিয়ে গেলেই বিপদ। অনেক কাজে বাধা তৈরি হতে পারে।
অনলাইনের যুগে PAN কার্ড হারিয়ে গেলেও কোনও চিন্তা নেই। খুব সহজেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য অবশ্য নতুন করে টাকা খরচ করারও প্রয়োজন নেই। বিনা খরচে ই-প্যান কার্ড ডাউনলোড করার সুবিধা দিচ্ছে NSDL সাইট। মূলত এটি Income Tax-এর ওয়েবসাইট। নিজের মোবাইল নম্বর দিয়ে ওই ওয়েবসাইট থেকে সহজেই ই-প্যান ডাউনলোড করতে পারবেন।
জেনে নিন কীভাবে ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে E-Pan ডাউনলোড করবেন?
Read More- মোবাইলে সেরা ৩ এন্ডলেস রানার গেম, জেনে নিন তালিকায় আছে আর কোন কোন গেম
১) প্রথমে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে ঢুকতে হবে।
২) সেখানে E-Pan অপশনটি দেখতে পাবেন।
৩) এবার নিচে থাকা Continue অপশনে ক্লিক করে Download Pan অপশনটি দেখতে পাবেন।
৪) সেখানে ১২ সংখ্যার আধার নম্বরটি দিয়ে দিন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করুন
৫) এর সঙ্গে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে।
৬) সবকিছু সঠিক হলে ফোনে একটি OTP আসবে।
৭) OTP লেখার পর Continue অপশনে ক্লিক করুন। সেখান থেকে E-Pan অপশনের মাধ্যমে E-PAN ডাউনলোড করতে পারবেন।