Durga Puja 2024: দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং করবেন, কয়েকটি অ্যাপ অবশ্যই সঙ্গে রাখুন

Updated : Oct 08, 2024 08:25
|
Editorji News Desk

চলতি সপ্তাহেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবছর শনিবার, অর্থাৎ দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন প্যান্ডেলে সন্ধ্যা নামলেই ভিড়,লাইন। পাড়ায় ঢাকের বাদ্যি, আলোকিত গলি থেকে রাজপথ। তবে আসল ভিড় শুরু হবে ষষ্ঠী থেকে। এবার পুজোয় যদি ঠাকুর দেখার প্ল্যান থাকে, সঙ্গে কিছু অ্যাপ অবশ্যই মোবাইলে ইনস্টল করে নেবেন। 

অ্যাপ ক্যাব

বছরের অধিকাংশ সময়ই অ্যাপ ক্যাব ব্যবহার করা হয়। পুজোর সময় অনেক রাস্তাই বন্ধ থাকে। তাই অ্যাপ ক্যাব ব্যবহারে সতর্ক থাকুন। তবে ভোরে বা সকালের দিকে বেরোলে বা বাড়ি ফিরলে অ্য়াপ ক্যাবই ভাল। মেট্রো শুরু দুপুরের পর থেকে। বুক করার পর ড্রাইভারের সঙ্গে কথা বলে সব ঠিক করে নেবেন। না হলে অপেক্ষা করতে করতে আপনার দিনই নষ্ট হয়ে যেতে পারে।  

গুগল লোকেশন

পুজোয় ঠাকুর দেখতে গেলে লোকেশন অ্য়াপ খুবই দরকার। একটা সময় ছিল, যখন ঠাকুর দেখার ভিড়ে হারিয়ে যেতেন অনেকেই। কলকাতার রাস্তাঘাটের সঙ্গে যারা পরিচিত নন, তাঁরা ভিড়ে, লাইনে হারিয়ে যেতে পারেন। প্যান্ডেল থেকে বেরিয়ে লাইভ লোকেশন শেয়ার করে নিতে পারেন।

ম্যাপ অ্যাপ

প্যান্ডেল হপিংয়ের জন্য সঙ্গে একটি শহরের ডিজিটাল ম্যাপ খুবই দরকার। গুগল ম্যাপ হোক বা যে কোনও ম্যাপিং অ্যাপেই পুজোর লোকেশন দেখে এগোতে পারবেন। গাড়ি নিয়ে বেরোলেও প্যান্ডেল হপিংয়ে অনেকটাই হাঁটতে হয়। সে ক্ষেত্রে ম্যাপ অ্যাপের সাহায্য নিতে পারেন আপনি।

পুলিশের অ্যাপ

কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশের অ্য়াপ মোবাইলে ইনস্টল করে নিতে পারেন। এতে আপনার নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা থাকবে না। পাশাপাশি, এইসব অ্যাপে পুজোর গাইডলাইনও পেয়ে যাবেন। যার ফলে কোনও পুজো মিস করবেন না। আর বিপদে পড়লে এমার্জেন্সি নম্বরেও জানাতে পারেন।

ইউপিআই অ্যাপ

এখন ডিজিটাল পে-মেন্ট সব জায়গাতেই ব্যবহার করা যায়। প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে যদি পার্স বা ওয়ালেট হারিয়ে যায়, তবুও চিন্তার কিছু নেই। বরং কম ক্যাশ নিয়ে অধিকাংশ টাকা ইউপিআইয়ে রাখাই ভাল। তা হলে অনেক খোলা মনে ঘুরতে পারবেন। 

Kolkata

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ