অ্যানড্রয়েড থেকে উইন্ডোজ মেশিন বা কম্পিউটার থেকে অ্য়ানড্রয়েডে এবার ফাইল ট্রান্সফার আরও সহজ। এমনই আপডেট আনল মাইক্রোসফট। উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে বিটা টেস্টারদের জন্য এমনই পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুরুও করে দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, এবার উইন্ডোজ শেয়ার ইন্টারফেসে মাই ফোন সার্চ আইকন এসে যাবে। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ডিভাইসে কন্টেন্ট পাঠাতে পারবেন।
তবে অ্যানড্রয়েড ডিভাইসকে উইন্ডোজের সঙ্গে পেয়ার থাকতে হবে। একটি লিঙ্কের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে ফোন কানেক্ট করা যাবে। একবার পেয়ার হয়ে গেলে, ফাইল ট্রান্সফার করতে অসুবিধা হবে না। উইন্ডোজ ইলেভনের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে।