প্রায় দেড় বছর পর ভারতে ফের লঞ্চ করতে চলেছে ফ্রি ফায়ার গেম। দেশের নিরাপত্তার জন্য ২০২২ সালের শুরুর দিকে ওই গেমটি ব্যান করেছিল ভারত সরকার। তারপর প্রায় দেড় বছর পর ফ্রি ফায়ার ইন্ডিয়া নামে ফের ফিরছে অতি জনপ্রিয় এই মোবাইল গেম।
জানা গিয়েছে, দেশিয় সংস্থা হীরানন্দানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে ফ্রি-ফায়ার। সরকারকে তারা জানিয়েছে, এবার ভারতীয় ইউজার দের ডেটা অন্য কোনও দেশে ডেটা সেন্টারে স্টোর করবে না। পরিবর্তে হীরানন্দানি সংস্থার ইয়াট্টা ডেটা সেন্টারে সংরক্ষিত থাকবে যাবতীয় তথ্য। মঙ্গলবার আনুষ্ঠানিক লঞ্চ হবে এই মোবাইল গেমটি।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গেমটির অ্য়াকটিভ ইউজারের সংখ্যা ছিল প্রায় ৫০ মিলিয়ন। মাল্টিপ্লেয়ার গেম হওয়ার জন্য একসঙ্গে গ্রুপের মাধ্যমে খেলা যাবে। এবার সংস্থার ভারতে ব্রান্ড অ্য়াম্বেসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।