শীতের শুরু থেকেই দূষণের পরিমাণ বাড়ছে। সবথেকে ভয়াবহ পরিস্থিতি দিল্লিতে। সেখানকার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল। একাধিক সংস্থা ওয়ার্ক ফ্রম হোম শুরু করেছিল। কিন্তু শুধু যে দিল্লির পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছিল এমনটা কিন্তু নয়। দেশের বিভিন্ন শহরের দূষণের মাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে নিজের এলাকায় দূষণের মাত্রা প্রত্যেকের জানা উচিত। এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করাও জরুরি।
এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI জানার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ রয়েছে। সেই সব অ্যাপ ব্যবহার করে বিভিন্ন এলাকার AQI জানা সম্ভব। এবার সাধারণ মানুষদের সচেতন করতে Google Map-এ ইনবিল্ড করা হল AQI মেজারমেন্ট ফিচার। যার ফলে অন্য কোনও অ্যাপের প্রয়োজন নেই, Google Map-এর মাধ্যমেই জানা সম্ভব হবে AQI।
গুগলের তরফে যে ফিচারটি চালু করা হয়েছে তার নাম Air view+। গুগলের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই রিয়েল টাইম AQI জানাতে সক্ষম হবে এই ফিচারটি।
সংস্থার তরফে একটি ব্লগ পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পরিবেশ দূষণের বিভিন্ন মাত্রা ওই ফিচারের মাধ্যমে জানতে পারবেন ব্যবহারকারীরা।
ওই ব্লগ পোস্টে জানানো হয়েছে, দ্রুত হারে ভারতের বায়ুদূষণ বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব পড়ছে। শিশু থেকে বৃদ্ধি সকলেই বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর সেই কারণেই সরকারি বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষ যাতে রিয়েল টাইম AQI জানতে পারে তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
Google Map-এ এই পরিষেবা দেওয়ার জন্য স্থানীয় এলাকার বিভিন্ন ECO-Tech সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে অ্যালফাবেট। এছাড়াও বিভিন্ন AI মডেল ব্যবহার করে ডেটা অ্যানালিসিস করে রিয়েল টাইম তথ্য তুলে দেওয়া হবে।
এছাড়াও Air View+ এর পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন স্থানীয় গ্রুপের সঙ্গেও কোলাবোরেশন করেছে Google। এই পরিষেবা দেওয়ার জন্য Aurassure এবং Respirer নামে দুটি সংস্থা দেশের বিভিন্ন শহরে তাদের সেন্সর সেটআপ করেছে। যার মাধ্যমে AQI সরাসরি জানা সম্ভব হবে।
Google Map-এর এই ফিচারটি তৈরি এবং আপডেট করার জন্য সহায়তা করেছে IIT দিল্লি এবং IIT হায়দরাবাদ। বিভিন্ন সেন্সর বসাতে সহায়তা করেছে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
Google Map-এ AQI দেখার জন্য লোকেশন অন রাখতে হবে। যেখানে যেখানে মুভমেন্ট হবে সেখানকার Google Map অন করলেই সেখানকার AQI দেখা যাবে।
বিশেষজ্ঞদের মত, গুগল এয়ার ভিউ+ টুলটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। যা শুধু সাধারণ নাগরিকদের সুবিধার্থে নয়, দেশের বায়ু দূষণ সমস্যা মোকাবেলায় বড় ভূমিকা রাখবে। গুগল ম্যাপে এই ফিচারের কার্যকরী ব্যবহার দেশের পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য হতে পারে।