মোবাইল গেমসের জগতে বিপ্লব তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্ত্বার সাহায্যে গেমসের গ্রাফিক্স, মোশন, ক্লিপআর্ট আরও উন্নত হয়েছে। অ্যান্ড্রয়েড গেমসও এখন অনেক উন্নত আর আকর্ষণীয়। অ্যান্ড্রয়েডের এমনই ৩ জনপ্রিয় কার্ড গেমসের কথা জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
অ্যান্ড্রয়েড কার্ড গেমের জগতে ম্যাজিক- দ্য গ্যাদারিং এরিনা অন্যতম নাম। আপনি এই গেম নতুন ইনস্টল করলে, দেখে নিতে পারেন টিউটোরিয়াল ও খেলতে পারেন এআই প্র্যাকটিস ম্যাচ। ১৫টি ডেক, মাল্টিপল প্লে-স্টাইল, কাস্টমাইজেশনে এই কার্ড এক নম্বরে।
আগেও মার্ভেল স্ন্যাপ জনপ্রিয় ছিল। কিন্তু ২০২২ সালের নতুন আপডেটের পর এই গেমের জনপ্রিয়তা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। এই গেম খেললে নিমেষে মুহূর্ত পেরিয়ে যাবে, উপভোগও করতে পারবেন।
ক্ল্যাশ ইউনিভার্সের নিজস্ব কার্ড গেম ক্ল্যাশ রয়্যাল। ক্ল্যাশের অধিকাংশ চরিত্রকে চতুর্ভুজ কার্ডের আকারে দেখা যায়। ক্ল্যাশ অফ ক্ল্যানসের একাধিক স্ট্র্যাটেজিও এখানে ব্যবহার করা যায়। ক্ল্যাশ রয়্যাল ওয়ালপেপারও আছে।