অনেক সময়ই প্রতারণা করার জন্য একাধিক ব্যক্তির আধার কার্ড (Aadhar Card) হাতিয়ে মোবাইল কানেকশন নেয় প্রতারকরা। যার জেরে বিপদে পড়েন সাধারণ মানুষরা। যে কারণে সামলে রাখতে হবে গুরুত্বপূর্ণ নথি। কিন্তু তার পরেও আপনার নথি দিয়ে কেউ ভুয়ো নম্বর নিতে পারে। এক্ষেত্রে কী করবেন?
সঞ্চার সাথী (Sanchar Sathi)- সম্প্রতি এই ওয়েবসাইট চালু করা হয়েছে। টেলিকম বিভাগের অধীনস্থ এই ওয়েবসাইটে গেলেই আপনি জানতে পারবেন আপনার নামে মোট কটি মোবাইল কানেকশন রয়েছে।
TAFCOP পোর্টাল - টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের এই পোর্টালটির নাম টেলিকম আন্যালিটিক্স ফর ফ্রড ম্যানাজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP)। এই পোর্টালটিতে গেলেই আপনি দেখে নিতে পারবেন আপনার নামে কতগুলো মোবাইল নম্বর ইস্যু করা আছে।
আরও পড়ুন - কর্মক্ষেত্রে 'ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি' চান ৭১ শতাংশ ভারতীয়, জানাচ্ছে নয়া সমীক্ষা
এমনকি উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে আপনআর আগের নেওয়া কোনও নম্বর যেটি ব্যাবহার করেন না সেটিও ডিঅ্যাক্টিভেট করতে পারবেন।