PAN 2.0: কীভাবে PAN 2.0-র জন্য আবেদন করবেন? বাড়িতে বসে সহজেই আবেদন করুন আজই

Updated : Dec 02, 2024 15:49
|
Editorji News Desk

PAN 2.0-র অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে PAN কার্ডে বেশ কিছু পরিবর্তন আসবে। থাকবে QR কোড। আয়কর দফতরের দাবি, নতুন PAN কার্ড চালু করার ফলে আয়কর দাতাদের আরও বেশি সুবিধা হবে। অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে। 

যাঁরা নতুন কার্ড তৈরি করবেন তাঁরা PAN 2.0 প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া ইতিমধ্যে যাঁদের PAN ইস্য়ু হয়েছে তাঁরা চাইলে নতুন PAN কার্ড বানিয়ে নিতে পারেন। অনলাইনেই সেই সুবিধা দিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। কীভাবে নতুন কার্ড তৈরি করবেন? জানুন-

কোনও খরচ ছাড়াই পুরনো PAN কার্ড আপডেট করতে পারবেন। এবং আবেদনকারীদের ব্যাক্তিগত ই-মেইল অ্যাকাউন্টে e-PAN কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তবে যদি কোনও ব্যবহারকারী ফিজিক্যাল PAN কার্ড গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ৫০টাকা করে চার্জ করা হবে। এবং ভারতের বাইরে ডেলিভারির জন্য ইন্ডিয়ান পোস্টের চার্জ দিতে হবে। 

তবে এক্ষেত্রে আরও একটি বিষয় জানা জরুরি। বিনামূল্যে যতবার ইচ্ছা e-PAN কার্ড ডাউনলোড করা যাবে না। ৩০ দিনে মাত্র ৩বার বিনামূল্যে এই সুযোগ পাবেন। এবং তারপর থেকে প্রতিবার e-PAN কার্ড ডাউনলোড করতে হলে ৮টাকা ২৬ পয়সা করে পেমেন্ট করতে হবে। 

জেনে নেওয়া যাক কীভাবে e-PAN কার্ড ডাউনলোড করবেন-
পুরনো PAN কার্ড আপডেট করার আগে জেনে নিন সেই কার্ড ইস্যু করেছে কোন সংস্থা। NSDL অথবা UTI ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি নামে দুটি সংস্থা এই কার্ড ইস্যু করে। সুতরাং যে PAN কার্ড যে সংস্থা ইস্যু করেছে শুধুমাত্র সেই সংস্থার ওয়েবসাইট থেকেই PAN আপডেটশন করা সম্ভব। 

  • NSDL ওয়েবসাইট থেকে PAN আপডেশন করার পদ্ধতি-
    প্রথমে NSDL-এর ওয়েবসাইটে ওপেন করুন। ওয়েব অ্যাড্রেসটি হল www.onlineservices.nsdl.com।
  • ওয়েবসাইটটি ওপেন হলে সেখানে একটি ফর্ম ওপেন হবে। যেখানে PAN, Aadhaar এবং জন্ম তারিখ উল্লেখ করতে হবে। 
  • সব তথ্য দেওয়া হলে একদম নীচে থাকবে একটি চেকবক্স। সেই বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে। 
  • এরপর আরও একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে PAN নম্বর, ফোন নম্বর, মেইল আইডি, PIN Code শো করবে। সব তথ্য ঠিকঠাক থাকলে OTP-পাওয়ার জন্য কোনও একটি মাধ্যম সিলেক্ট করতে হবে। ইমেল, মোবাইল নম্বর বা উভয় মাধ্যমেই OTP পাওয়ার সুবিধা রয়েছে। 
  • পছন্দমতো মাধ্যম সিলেক্ট করে Generate OTP অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর ফোন এবং মেলে পাওয়া OTP দিতে হবে।  এবং সেখান থেকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে নতুন PAN কার্ড। যদি ৩০ দিনের মধ্যে ৩ বার ডাউনলোড করা হয় তাহলে ৮টাকা ২৬ পয়সা পেমেন্ট করতে হবে। অনলাইনে বিভিন্ন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। 
  • তবে আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন PAN কার্ড পাওয়া সম্ভব নয়। এর জন্য কমপক্ষে ৩০ মিনিট সময় লাগবে। 

UTI থেকে কীভাবে ডাউনলোড করবেন?

যাঁদের UTI থেকে PAN ইস্যু হয়েছে তাঁরা UTIITSL ওয়েবসাইট থেকে PAN ডাউনলোড করা সম্ভব। কীভাবে করবেন? জানুন-

  • প্রথমে www.pan.utiitsl.com ওয়েবসাইটটি চালু করুন
  • সেখানে একটি ফর্ম ওপেন হবে। ওই ফর্মে PAN নম্বর, জন্ম তারিখ দিয়ে ক্যাপচা কোড দিতে হবে। এবং সাবমিট অপশনে ক্লিক করুন। 

একইভাবে এখানেও সব তথ্য সঠিক হলে মেইলে পাঠিয়ে দেওয়া হয় e-PAN ।

PAN 2.0

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ