PAN 2.0-র অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে PAN কার্ডে বেশ কিছু পরিবর্তন আসবে। থাকবে QR কোড। আয়কর দফতরের দাবি, নতুন PAN কার্ড চালু করার ফলে আয়কর দাতাদের আরও বেশি সুবিধা হবে। অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।
যাঁরা নতুন কার্ড তৈরি করবেন তাঁরা PAN 2.0 প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া ইতিমধ্যে যাঁদের PAN ইস্য়ু হয়েছে তাঁরা চাইলে নতুন PAN কার্ড বানিয়ে নিতে পারেন। অনলাইনেই সেই সুবিধা দিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। কীভাবে নতুন কার্ড তৈরি করবেন? জানুন-
কোনও খরচ ছাড়াই পুরনো PAN কার্ড আপডেট করতে পারবেন। এবং আবেদনকারীদের ব্যাক্তিগত ই-মেইল অ্যাকাউন্টে e-PAN কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তবে যদি কোনও ব্যবহারকারী ফিজিক্যাল PAN কার্ড গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ৫০টাকা করে চার্জ করা হবে। এবং ভারতের বাইরে ডেলিভারির জন্য ইন্ডিয়ান পোস্টের চার্জ দিতে হবে।
তবে এক্ষেত্রে আরও একটি বিষয় জানা জরুরি। বিনামূল্যে যতবার ইচ্ছা e-PAN কার্ড ডাউনলোড করা যাবে না। ৩০ দিনে মাত্র ৩বার বিনামূল্যে এই সুযোগ পাবেন। এবং তারপর থেকে প্রতিবার e-PAN কার্ড ডাউনলোড করতে হলে ৮টাকা ২৬ পয়সা করে পেমেন্ট করতে হবে।
জেনে নেওয়া যাক কীভাবে e-PAN কার্ড ডাউনলোড করবেন-
পুরনো PAN কার্ড আপডেট করার আগে জেনে নিন সেই কার্ড ইস্যু করেছে কোন সংস্থা। NSDL অথবা UTI ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি নামে দুটি সংস্থা এই কার্ড ইস্যু করে। সুতরাং যে PAN কার্ড যে সংস্থা ইস্যু করেছে শুধুমাত্র সেই সংস্থার ওয়েবসাইট থেকেই PAN আপডেটশন করা সম্ভব।
UTI থেকে কীভাবে ডাউনলোড করবেন?
যাঁদের UTI থেকে PAN ইস্যু হয়েছে তাঁরা UTIITSL ওয়েবসাইট থেকে PAN ডাউনলোড করা সম্ভব। কীভাবে করবেন? জানুন-
একইভাবে এখানেও সব তথ্য সঠিক হলে মেইলে পাঠিয়ে দেওয়া হয় e-PAN ।