PAN কার্ডের এই কাজটি করে নিন, দারুন সুবিধা হবে আপনারই।
পেপার PAN কার্ডের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। কারণ সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিবর্তে PVC-PAN কার্ড অনেকটাই সুবিধাজনক। নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। এবং একবার PVC কার্ড করালেই দীর্ঘদিন ধরে তা ব্যবহার করা সম্ভব। সেই কারণে সামান্য কিছু টাকা খরচ করেই PVC PAN কার্ড তৈরি করা বুদ্ধিমানের কাজ।
এই ভিডিয়োতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সহজে PVC PAN Card এর জন্য আবেদন করতে পারেন। বাড়িতে বসেই কীভাবে অনলাইনে আবেদন করে নতুন PVC PAN Card পেতে পারেন সেই বিষয়ে পুরো তথ্য পাবেন আপনিও।
এন এস ডি এল (NSDL) ওয়েবসাইট
PVC PAN কার্ড ডেলিভারি করে NSDL। সবথেকে প্রথমে আপনাকে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েব অ্যাড্রেসটি হল: https://www.onlineservices.nsdl.com
PAN Card Application
সেখানে আপনি PVC PAN Card এর জন্য 'Reprint PAN Card' অপশনটি খুঁজে পাবেন। ওই অপশনে ক্লিক করুন।
ফর্ম পূরণ
তারপর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনার PAN নম্বর, আধার নম্বর, জন্মতারিখ দিতে হবে।"
টার্মস অ্যান্ড কন্ডিশন
ওই ফর্মের একদম নীচে রয়েছে সমস্ত নীতি ও নিয়মাবলী। সেখানে একটি চেকবক্স থাকবে। ওই চেকবক্সে ক্লিক করে নীতিগুলি অ্যাকসেপ্ট করতে হবে।
ফি পরিশোধ:
PVC PAN কার্ড পাওয়ার জন্য আপনাকে সামান্য পরিমাণ টাকা খরচ করতে হবে। এর জন্য ৫০ টাকা খরচ করতে হবে আবেদনকারীদের। অনলাইন ব্যাঙ্ক বা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে।
অবেদন জমা দিন এবং ট্র্যাক করুন:
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট করুন। সঠিকভাবে আবেদন করার পর নির্দিষ্ট দিনে আপনার বাড়িতে পৌঁছে যাবে PVC PAN কার্ড। তবে যদি e-PAN ডাউনলোড করেন তবে সেক্ষেত্রে কোনও খরচ করতে হবে না।
এই ভিডিয়ো দেখে আপনি এই সহজ স্টেপ ফলো করে খুব সহজেই আপনার নতুন e- PAN Card পেতে পারেন।