মোবাইল ফোন শুধু কলিং নয়, একাধিক কাজের সুবিধা করে দিয়েছে। স্মার্টফোন থাকলে প্রায় ৯০ শতাংশ অনলাইনের কাজ মিটিয়ে নেওয়া সম্ভব। কিন্তু একাধিক সমস্যাও থাকে। তার মধ্যে ফোন ব্যবহারকারীরা বিরক্ত হয়ে ওঠেন স্প্যাম কলের জন্য।
দৈনিক একাধিক স্প্যাম কল আসে প্রায় প্রত্যেকের ফোনে। গুরুত্বপূর্ণ কাজের সময় এই ধরনের কল বিরক্তির কারণ হয়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন সহজেই স্প্যাম কল বন্ধ করা সম্ভব। এর জন্য কোনও অতিরিক্ত টাকা খরচের দরকার নেই। এমনকি ফোনের সেটিংস-এরও পরিবর্তন করার প্রয়োজন নেই।
জেনে নিন কীভাবে স্প্যাম কল বন্ধ করবেন?
স্প্যাম কল বন্ধ করার জন্য DND মেসেজ করতে হবে। অর্থাৎ Do not Disturb। National Customer Preference Register বা NCPR-এ রেজিস্টার করলেই স্প্যাম কল বন্ধ করা সম্ভব। জেনে নেওয়া যাক কীভাবে পুরো প্রক্রিয়াটি করবেন-
রিকোয়েস্ট সাবমিট করার ২৪ ঘণ্টা পর থেকে DND অ্য়াকটিভ হবে। এবং স্প্যাম কল থেকে মুক্তি মিলবে।