Spam Call block: ফোনে স্প্যাম কলে অতিষ্ঠ হয়ে উঠছেন? স্মার্ট উপায় জেনে ব্লক করুন অবাঞ্ছিত কলিং

Updated : Aug 07, 2024 09:17
|
Editorji News Desk

মোবাইল ফোন শুধু কলিং নয়, একাধিক কাজের সুবিধা করে দিয়েছে। স্মার্টফোন থাকলে প্রায় ৯০ শতাংশ অনলাইনের কাজ মিটিয়ে নেওয়া সম্ভব। কিন্তু একাধিক সমস্যাও থাকে। তার মধ্যে ফোন ব্যবহারকারীরা বিরক্ত হয়ে ওঠেন স্প্যাম কলের জন্য। 

দৈনিক একাধিক স্প্যাম কল আসে প্রায় প্রত্যেকের ফোনে। গুরুত্বপূর্ণ কাজের সময় এই ধরনের কল বিরক্তির কারণ হয়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন সহজেই স্প্যাম কল বন্ধ করা সম্ভব। এর জন্য কোনও অতিরিক্ত টাকা খরচের দরকার নেই। এমনকি ফোনের সেটিংস-এরও পরিবর্তন করার প্রয়োজন নেই। 

জেনে নিন কীভাবে স্প্যাম কল বন্ধ করবেন?
স্প্যাম কল বন্ধ করার জন্য DND মেসেজ করতে হবে। অর্থাৎ Do not Disturb। National Customer Preference Register বা NCPR-এ রেজিস্টার করলেই স্প্যাম কল বন্ধ করা সম্ভব। জেনে নেওয়া যাক কীভাবে পুরো প্রক্রিয়াটি করবেন-

  • প্রথমে নিজের ফোন থেকে মেসেজ অপশনটি ওপেন করুন
  • এরপর সেখানে START-টাইপ করুন। মনে রাখবেন ক্যাপিটল লেটারে টাইপ করবেন পুরো শব্দটি। 
  • এরপর মেসেজটি ১৯০৯-নম্বরে পাঠিয়ে দিন।
  • মেসেজটি ডেলিভার হওয়ার পর  একটি পপআপ ওপেন হবে।
  • সেখানেই একাধিক অপশন ওপেন হবে। 
  • একাধিক ক্যাটাগরি থাকবে সেখানে। অর্থাৎ কোন ক্যাটাগরির স্প্যাম কল বন্ধ করতে চাইছেন। 
  • নিজের পছন্দ মতো অপশন বেছে সাবমিট করুন। 

রিকোয়েস্ট সাবমিট করার ২৪ ঘণ্টা পর থেকে DND অ্য়াকটিভ হবে। এবং স্প্যাম কল থেকে মুক্তি মিলবে।

Smartphone

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ