লোকাল ট্রেনে টিকিট কাটার ঝক্কি অনেক। ছোটো স্টেশনগুলিতে ভিড় থাকে কম। ফলে দ্রুত টিকিট কাটা সম্ভব হয়। কিন্তু বড় স্টেশনগুলিতে ভিড় থাকায় টিকিট কাটতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেকসময় ট্রেনও মিস হয়। কিন্তু আপনি কি জানেন Whatsapp-ব্যবহার করেই আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে পারেন। কোনও লাইন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কীভাবে সম্ভব? জানতে হলে ভিডিয়োর শেষ পর্যন্ত দেখুন-
WhatsApp-এর সাহায্যে টিকিট কাটার জন্য একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম UTS। যার পুরো কথা আনরিজার্ভ টিকিটিং সিস্টেম। এর মাধ্যমে লোকাল, এক্সপ্রেস, সুপারফাস্ট, মেল ট্রেনের টিকিট কাটতে পারবেন। তবে কোনও সংরক্ষিত ট্রেনের টিকিট বুকিং সম্ভব নয় এই অ্যাপের মাধ্যমে।
জেনে নিন কীভাবে টিকিট কাটবেন?
প্রথমে Google Play Store থেকে ডাউনলোড করুন UTS অ্যাপ। এরপর কোন স্টেশন থেকে কোন স্টেশন যাওয়ার জন্য টিকিট কাটবেন তা উল্লেখ করুন। এছাড়াও কোন ধরনের ট্রেনে যাত্রা করবেন অর্থাৎ লোকাল না এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করতে চাইছেন তা উল্লেখ করুন।
কীভাবে WhatsApp-এর মাধ্যমে টিকিট কাটবেন?
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর পেমেন্ট পেজ ওপেন হবে। পেমেন্ট পেজে দেখা যাবে রেল ওয়ালেট। যেখানে আগে থেকে টাকা সঞ্চয় করে রাখতে হয়। তবেই ওয়ালেট থেকে পেমেন্ট সম্ভব। এছাড়াও পেমেন্ট অ্যাপ দিয়ে পেমেন্ট করার সুবিধাও থাকছে। যে পেমেন্ট অ্যাপগুলি ওই পেজে লিস্টিং রয়েছে তার মধ্যে রয়েছে Whatsapp পেমেন্ট অপশন।
এর ফলে কী কী সুবিধা হবে?
এক্ষেত্রে যাঁদের কাছে Paytm বা PhonePe-র মতো কোনও পেমেন্ট অ্যাপ নেই তাঁরা WhatsaApp-পেমেন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
Whatsapp- পেমেন্ট অপশন সিলেক্ট করার পর সেই পেজ থেকে সরাসরি রিডাইরেক্ট হবে Whatsapp পেমেন্ট পেজে। ওই পেজ থেকেই পেমেন্ট করা সম্ভব হবে।
যে কেউ Whatsapp-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন?
না, সবার ক্ষেত্রেই Whatsapp পেমেন্টের সুবিধা থাকবে না। সেক্ষেত্রে পেমেন্ট করার আগে নিজের Whatsapp-এ পেমেন্ট ফিচারটি অ্যাকটিভেট করতে হবে। নির্দিষ্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে পেমেন্ট ফিচারটি সংযুক্তিকরণ করিয়ে নিন। তবেই Whatsapp পেমেন্ট সম্ভব হবে।
অন্যদিকে, বর্তমানে প্রায় প্রতিটি স্টেশনে চালু করা হয়েছে ATVM মেশিন। যেখানে সেল্ফ সার্ভিসের মাধ্যমে টিকিট বুকিং সম্ভব। সেক্ষেত্রে টিকিট বুকিং মেশিনে গন্তব্য স্টেশন সিলেক্ট করতে হবে। তারপর পেমেন্ট পেজে গিয়ে Whatsapp- পেমেন্ট অপশনের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
Whatsapp পেমেন্ট UTS-এ ইন্টিগ্রড করার পর রেল যাত্রীদের সুবিধা হয়েছে অনেকটাই। কারণ, অনেক স্মার্টফোন ব্যবহারকারী আছেন যাঁরা মোবাইল ফোনের স্টোরেজ সমস্যার জন্য কোনও পেমেন্ট অ্যাপ ব্যবহার করেন না। সেক্ষেত্রে শুধুমাত্র Whatsapp-ব্যবহার করেন। এর ফলে চ্যাটিংয়ের পাশাপাশি পেমেন্টও সম্পন্ন হয়। ফলে অতিরিক্ত স্টোরেজ ব্যবহার না করেই অনলাইন পেমেন্ট সম্ভব হয়।