আসন্ন লোকসভা নির্বাচন। সুতরাং ভোট দেওয়ার জন্য জরুরি ভোটার আইডি কার্ড। কিন্তু আপনার ভোটার কার্ডে কি ভুল রয়েছে? তাহলে বাড়িতে বসেই ভুল সংশোধন করে নিতে পারেন আপনার ভোটার কার্ড। জেনে নিন কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন?
অনলাইনে ভোটার কার্ড সংশোধনের জন্য ভোটার্স সার্ভিস পোর্টালে ঢুকতে হবে। ওয়েব অ্য়াড্রেসটি হল voters.eci.gov.in। এরপর সেখান থেকে কারেকশন অপশনটি বেছে সেখানে ক্লিক করুন। তারপর ফর্ম ৮ নামের একটি পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য সঠিক বক্সে লিখে সাবমিট করতে হবে।
সাবমিট করার পর নিজের ব্যক্তিগত মেইলে একটি অ্য়াকনলেজমেন্ট নম্বর আসবে। এবং আবেদনের ৩০ দিনের মধ্যে নতুন ভোটার কার্ড বাড়িতে পৌঁছনোর সম্ভাবনা।