গত কয়েকবছরে অনেক অ্যাপ ক্যাবই জনপ্রিয়। তবে দেশের নিরিখে অধিকাংশ ব্যবহারকারীর পছন্দের তালিকায় প্রথম সারিতে উবর অ্যাপ। ব্যক্তিগত ব্যবহারই শুধু নয়, কর্পোরেট সংস্থাগুলিও ব্যবহার করে উবর। লোকাল ডিসট্যান্স বা আউট স্টেশনের জন্য ব্যবহার করা হয়। অফিসের ক্ষেত্রে উবর অ্যাপ ব্যবহার করার পর বিল জমা দিতে হয়। কীভাবে উবরে খুঁজে পাবেন আপনার বিল।
অ্যান্ড্রয়েড ফোনের উবর অ্য়াপে বিল বের করা খুবই সহজ।
ফোন থেকে অ্যাপটি খুলবেন। অ্যাকটিভিটি অপশনে যাবে। যে রাইডটির বিল চান, তা সিলেক্ট করতে হবে।
নির্দিষ্ট রাইডে ক্লিক করে রিসিপ্ট বাটনে ক্লিক করতে হবে। ট্রিপসের বিশদ বিবরণও পেয়ে যাবেন আপনি।
ওই বিলে কী কী চার্জ কাটা হয়েছে, তা আপনাকে দেখিয়ে দেবে উবর।
ওই পেজ থেকেই বিল ডাউনলোড করা যায়।
আপনি চাইলে আপনার মেলেও রিসিপ্ট পাঠিয়ে রাখতে পারেন।
রিসেন্ড ইমেল বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রার্ড মেলে চলে আসবে বিল। মেল থেকে ওই বিল অফিসে জমা করে দিতে পারেন।