স্মার্টফোন তো সবাই ব্যবহার করি। কিন্তু মাঝে মধ্যে অনেকেই ভুলে যাই নিজেদের স্মার্টফোনটি ঠিক কোথায় আছে। যার জন্য আতঙ্কিত হয়ে উঠি আমরা। কিন্তু সহজেই স্মার্টফোন খুঁজে পাওয়া সম্ভব। ফোন সাইলেন্ট বা সুইচ অফ থাকলেও খুঁজে পাবেন আপনার প্রিয় স্মার্টফোন।
কীভাবে খোঁজ মিলবে?
হারিয়ে যাওয়া Android স্মার্টফোন খুঁজে পেতে Android device manager অ্য়াপটি সবথেকে কার্যকরী। ল্যাপটপ বা স্মার্টফোন থেকে Find My Device ওয়েবসাইট খুলে নিজের Google অ্য়াকাউন্ট দিয়ে লগ ইন করুন। তারপরেই আপনার প্রতিটি স্মার্টফোনের আইকন সেখানে দেখা যাবে। যে ফোনটি খুঁজছেন সেই ফোনের উপর ক্লিক করে Play Sound অপশনটি সিলেক্ট করতে হবে। তা হলেই আপনার সাইলেন্ট থাকা ফোনটি বাজতে শুরুতে করবে।
এর পাশাপাশি Find my Device অপশন থেকে হারানো ফোন লক করে দেওয়া সম্ভব। প্রত্যেক ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। ফোন হারিয়ে গেলে সেই সব তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে এই অপশন ব্যবহার করে স্মার্টফোন লক করাও সম্ভব।