ইন্টারনেট পরিষেবা এখন প্রায় প্রত্যেকের কাছেই জরুরি। অনলাইনে কাজকর্ম থেকে শুরু করে বিনোদনের যাবতীয় উপকরণ রয়েছে সেখানে। ফলে বাড়িতেও হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন। তবে মাঝেমধ্যেই ডিসকানেক্ট হয়ে যায়। এই সমস্যা থেকে সমাধান কীভাবে? জেনে নিন
রাউটারের সমস্যা সমাধান কীভাবে?
মূলত রাউটারের অ্য়ান্টেনার জন্য এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সর্বপ্রথম প্রতিদিন নিয়ম করে ১০ মিনিট রাউটার বন্ধ রাখুন। তার পরেও সমস্যা না মিটলে স্থানীয় কোনও দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদল করে নিতে পারেন। এছাড়াও রাউটারের কাছাকাছি ব্লুটুথ ডিভাইস থাকলে তা সরিয়ে দিন। প্রয়োজনে রাউটারের জায়গাও বদল করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।
এই বিষয়গুলি মাথায় রাখলে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরেও সমস্যা থাকলে আপনার রাউটারটি রিসেট করে নিন। ইন্টারন্যাল বা সার্কিটগত কোনও ত্রুটি থাকলে এর মাধ্যমে সমাধান হবে।
একটি রাউটার থেকে কতগুলি ডিভাইস সংযুক্ত করছেন সেই বিষয়টিও নজরে রাখবেন। প্রতিটি রাউটার কেনার সময় একটি উইজার ম্যানুয়াল দেওয়া থাকে। সেখানে সর্বাধিক কতগুলি ডিভাইস সংযুক্ত করতে পারবেন তার তথ্য দেওয়া থাকে। তার বেশি সংখ্যক ডিভাইস