সঙ্গে থাকা মুঠোফোনেই এখন প্রায় সব কাজই সম্ভব। ট্রেনের টিকিট বুকিং থেকে ছবি তোলা অথবা অনলাইনে পড়াশোনা সবকিছুতেই মুশকিল আসান স্মার্ট ফোন। কিন্তু অনেক সময় দরকারি ফোনে একাধিক সমস্যা তৈরি হয়। তার মধ্যে স্টোরেজ কমে যাওয়ার সমস্যায় পড়েন অনেকেই। কীভাবে সমস্যার সমাধান করবেন জানুন-
ফোনের মধ্যে একাধিক ফাইল থাকলে স্টোরেজ কমে যায়। ওই ফাইলগুলি অন্যত্র সরিয়ে রাখলে স্টোরেজ কমে যাওয়ার সমস্যা মিটবে। কয়েকটি বিষয় মাথায় রাখলেই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন।
প্রথমত চেষ্টা করুন ফোনের ইনবিল্ড স্টোরেজে কোনও ছবি না রাখতে। পরিবর্তে গুগল ড্রাইভ ব্যবহার করে ফোনের যাবতীয় ছবি সেখানে সেভ করে রাখুন। প্রয়োজনে সেখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন।
দ্বিতীয়ত অনেকে ইন্টারন্যাল মেমরিতে একাধিক গান লোড করে রাখেন। কিন্তু এতে স্টোরেজ কমতে থাকে। পরিবর্তে কোনও মিউজিক স্ট্রিমিং অ্য়াপ ডাউনলোড করে রাখুন ফোনে।
তৃতীয়ত, অনেকের ফোনে অপ্রয়োজনীয় একাধিক অ্য়াপ থাকে। যে অ্য়াপ খুব একটা প্রয়োজন হয় না সেগুলি ডিলিট করুন।
চতুর্থত অটো আপডেট বন্ধ রাখুন। এই অপশনটি চালু থাকলে বিভিন্ন অ্য়াপ নিজে থেকেই আপডেট হতে থাকে। ফলে স্টোরেজ ভর্তি হয়ে যায়। সেকারণে এই অপশনটি বন্ধ রাখা দরকার।