বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির খরচ বৃদ্ধির ফলে অনেকেই ঝুঁকেছেন BSNL-এর দিকে। কারণ, খরচের দিকে বিচার করলে অনেকটাই সাশ্রয় হবে BSNL গ্রাহকদের।
অতীতে অনেকেই কলড্রপ এবং ইন্টারনেট স্পিডের অভিযোগ করলেও বর্তমানে সেই সমস্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন BSNL ব্যবহারকারীরা। তাঁদের দাবি, 4G ব্যবহার করলে কল ড্রপের সমস্যা কিছুটা কমবে।
Read More- BSNL-এ নেট স্পিড কম? ফোনের এই সেটিংসে বদল করলেই কেল্লাফতে, অনেকের কাছেই অজানা!
ইতিমধ্যে BSNL 4G শুরু করলেও দেশের সর্বত্র ওই পরিষেবা পাওয়া যায় না। শুধুমাত্র কয়েকটি সার্কেলের জন্য এই পরিষেবা শুরু হয়েছে। তবে সূত্রের খবর, চলতি বছরের ১৫ অগাস্ট থেকে গোটা দেশেই ওই পরিষেবা শুরু হতে পারে।
কীভাবে BSNL-এ 4G চালু করবেন?
তবে মনে রাখতে হবে, ব্যবহারকারীর সার্কেলে যদি BSNL 4G পরিষেবা চালু থাকে তবেই ব্যবহারকারীদের কাছে 4G সিগন্যাল পৌঁছবে।