বর্তমানে অতি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল Youtube। সারা বিশ্বে কোটি কোটি দর্শক যেমন রয়েছে তেমনই বিভিন্ন বিষয়ের উপর ক্রিয়েটরও রয়েছে এই প্ল্যাটফর্মে। কিন্তু অনেকেই অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করেও আসছে না ঠিকমতো ভিউ। এর সমাধান কীভাবে করবেন তা নিয়েও অনেকে চিন্তিত।
Youtube এর ভিউ নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। কনটেন্ট কোয়ালিটি যেমন ভালো হওয়া প্রয়োজন তেমনই প্রযুক্তিগত বিষয়েও নজর রাখতে হবে। তার মধ্যে রয়েছে SEO, ট্রেন্ড, এনগেজমেন্ট, সঠিক হ্যাশট্যাগ এবং স্টুডিও রিসার্চ। এর সঙ্গে পিকচার কোয়ালিটির উপরেও নজর দিতে হবে। এই বিষয়গুলি মাথায় রাখলেই যে কোনও ভিডিওতে দ্রুত অনেক বেশি ভিউ পাওয়া সম্ভব।
কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?
SEO- ইউটিউব ভিডিও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে হলে সঠিক SEO ব্যবহার করতে হবে। তার জন্য Google এর একাধিক টুল রয়েছে। সেগুলি ব্যবহার করে সঠিক কী ওয়ার্ড (Keyword) ব্য়বহার করতে হবে।
ট্রেন্ড- ট্রেন্ড অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। এবং ট্রেন্ড বোঝার জন্য Google Trend ব্যবহার করতে পারেন।
Read More- জলের দামে iPhone 12 এবং 13, Amazon-Flipkart-এ বিরাট সেল
স্টুডিও রিসার্চ- Youtube ব্যবহারকারীরা ঠিক কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তা জানতে হলে আপনাকে ব্যবহার করতে হবে Youtube Studeio মোবাইল ভার্সন। সেখান থেকে আপনি দর্শকদের চাহিদা জানতে পারবেন এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবেন।