সম্প্রতি প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে Jio, VI এবং Airtel। সব প্ল্যানেই প্রায় ৪০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করার ফলে পকেটে টান পড়েছে অধিকাংশেরই। তবে সেক্ষেত্রে কিছুটা সুরাহা মিলবে BSNL-এ। কারণ একমাত্র BSNL-এই কোনও খরচ বৃদ্ধি করা হয়নি। সেই কারণে বর্তমানে অনেকেই BSNL-এ পোর্ট করার ভাবনাচিন্তা করছেন।
কিন্তু কীভাবে অন্য কানেকশন থেকে BSNL-এ পোর্ট করবেন? হয়তো বিস্তারিতভাবে অনেকেই জানেন না পুরো পদ্ধতি। এই প্রতিবেদনে জেনে নিন অন্য মোবাইল প্রোভাইডার থেকে কীভাবে BSNL-পোর্ট করবেন?
যে কোনও নম্বর থেকে BSNL-এ পোর্ট করার জন্য প্রয়োজন ইউনিক পোর্টিং কোড। নিজের ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে PORT লিখে একটা স্পেস দিয়ে নিজের ফোন নম্বর লিখুন। তারপর সেই মেসেজ ১৯০০ নম্বরে পাঠালেই মিলবে UPC। এরপর স্থানীয় BSNL অফিস, স্টোর বা স্থানীয় কোনও মেবাইল স্টোরে গিয়ে UPC নম্বর দেখাতে হবে। এবং তার ভিত্তিতে মিলবে নতুন BSNL সিম।