ভারতীয় রেলে টিকিট কাটার জন্য অন্যতম অ্যাপ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও টুরিজম কর্পোরেশন (IRCTC)। রেলের টিকিট অনলাইনে বুকিং ও ক্যানসেল করার জন্য এই অ্যাপের বিকল্প নেই। কিন্তু IRCTC-এর লগ ইন আইডি ও পাসওয়ার্ড খুবই নিরাপদ। আর নিরাপত্তার জন্য প্রত্যেকবার লগ ইন করতে হয়। IRCTC-এর পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন!
যারা বছরে কম সময় IRCTC অ্যাপ ব্যবহার করে, তাদের জন্য পাসওয়ার্ড মনে রাখা বেশ ঝক্কির। এখন IRCTC-তে পিনের মাধ্যমে বা ওটিপি দিয়েও লগ ইন করা যায়। যদি পাসওয়ার্ড মনে না থাকে, কীভাবে অ্যাকাউন্টে লগ ইন করবেন! জেনে নিন পদ্ধতি।
কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন
দুটি পদ্ধতিতে IRCTC-এর পাসওয়ার্ড রিসেট করা যায়। ইমেল আইডির মাধ্যমে ও মোবাইল নম্বরের মাধ্যমে।
প্রথমে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে। ফরগেট পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর ইউজার নেম দিতে বলবে। ইউজার নেম দিতে পরবর্তী ধাপে যেতে হবে।
পরের পেজে সিকিউরিটি কোয়েশ্চেন আসবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় এই কোয়েশ্চেনের উত্তর দেওয়া থাকে। খুললেই মেলে রিসেট লিঙ্ক খুলে যাবে। ওই লিঙ্ক থেকে রিসেট অ্যাকাউন্ট করা যাবে।
মোবাইল থেকে IRCTC রিসেট করলে ইউজার নেম ও ক্যাপচা দিতে প্রসেস করতে হবে। ওটিপি দিতে রিকভারি পেজে গেলেই নতুন করে পাসওয়ার্ড রিসেট করা যাবে। নির্দিষ্ট নিয়ম মেনে পাসওয়ার্ড সেট করে খুলে ফেলুন অ্যাকাউন্ট।