মোবাইলে চার্জ দেওয়ার সময় বিভিন্ন সমস্য়া তৈরি হয়। তার মধ্যে অনেকসময় চার্জার গরম হয়ে যায়। সেক্ষেত্রে একটু সতর্ক না হলে বড় বিপদ হতে পারে। ফোনের চার্জারের সার্কিট পুড়ে ঘটতে পারে অঘটন। জেনে নিন এই সমস্যা থেকে বাঁচবেন কীভাবে?
- সর্বদা ফোন চার্জিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনের নিজস্ব চার্জার ব্যবহার করা উচিত। অন্য কোনও চার্জার না ব্যবহার করলে ফোন ও চার্জার দুটোতেই সমস্যা হতে পারে।
- ফোন ১০০ শতাংশ চার্জ হলে অতি দ্রুত তা ডিসকানেক্ট করুন। তা না করলে চার্জার অতিরিক্ত গরম হতে পারে।
- নতুন কোনও চার্জার কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির কেনা উচিত। কমদামের চার্জার ব্যবহার করলে সমস্যা তৈরি হতে পারে।