মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগের কাছেই রয়েছে স্মার্টফোন। অনলাইনের অধিকাংশ কাজ করা সম্ভব এর মাধ্যমে। কিন্তু স্মার্টফোন চুরি হয়ে গেলে বিপদ বাড়ে। কারণ অনলাইনের কাজকর্ম সারতে সমস্যা তৈরি হয়। এমনকি ফোন খুঁজে পেতেও সমস্যা তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব খুব সহজেই।
ফোন চুরি হলে অপরাধীরা প্রথমেই ফোনটি সুইচ অফ করে দেয়। এর ফলে ফোনটি খুঁজে পেতে সমস্যা হয়। কারণ ফোনের সুইচ অফ হয়ে গেলে খোঁজ পাওয়া সম্ভব হয় না। কিন্তু আপনি কি জানেন, স্মার্ট ফোনে রয়েছে একটি স্মার্ট ফিচার। যার মাধ্যমে স্মার্টফোনের সুইচ অফ করতে পারবে না চোর। কারণ ফোনটি অফ করার সময়ও প্রয়োজন হবে পাসওয়ার্ড।
খুব সহজভাবে বলতে গেলে, ফোন সুইচ অন করার পর পাসওয়ার্ড দিতে হয়। তবেই ফোনের যাবতীয় ফিচার ব্যবহার করা সম্ভব। ঠিক তেমনই ফোন সুইচ অফ করার সময়ও প্রয়োজন হবে পাসওয়ার্ডের। কিন্তু কীভাবে এই ফিচার চালু করবেন?
সব অ্যান্ডরয়েড স্মার্টফোনেই এই ফিচার চালু রয়েছে। কিন্তু এই ফিচার সব ফোনে অফ করা থাকে। তাহলে অন করবেন কীভাবে? জেনে নিন বিস্তারিত-
এরপরেই আপনার ফোনে বিশেষ ওই ফিচার চালু হয়ে যাবে। যার ফলে ফোনের সুইচ অফ করতে হলে প্রয়োজন হবে পাসওয়ার্ড। তাহলে আর দেরি কেন? চোরদের হাত থেকে ফোন রক্ষা করতে হলে এই ফিচারটি অবশ্যই চালু করুন আজই।