UPI Payment: স্মার্টফোন নেই? UPI-এর সুবিধা মিলবে ফিচার ফোনে, কীভাবে করবেন? জানুন সব তথ্য

Updated : May 19, 2024 06:38
|
Editorji News Desk

খুচরো টাকার অভাব এখন প্রায় প্রত্যেকেরই জানা। সেকারণে সুবিধার জন্য সকলেই অনলাইন পেমেন্ট ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন। চায়ের দোকানে দাম মেটানো থেকে শুরু করে অন্য কাউকে টাকা দেওয়া সব ক্ষেত্রেই UPI-এর ব্যবহার বাড়ছে। 

স্মার্টফোন থাকলে তবেই  UPI ব্যবহার সম্ভব। এতদিন পর্যন্ত এই ধারণা থাকলেও বর্তমান সময়ে সাধারণ ফিচার ফোনের মাধ্যমেও UPI ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি তার জন্য ইন্টারনেটেরও প্রয়োজন নেই। 

ফিচার ফোনে UPI ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি সুবিধাও রয়েছে। প্রথমত UPI করতে সবসময় স্মার্টফোন রাখার দরকার নেই। দ্বিতীয়ত গ্রামীণ অঞ্চলে, মূলত যেখানে ইন্টারনেট সিগন্যাল খুব একটা মজবুত নয় সেখানেও সহজেই UPI ব্যবহার করা যাবে। পেমেন্ট, মানি ট্রান্সফার করা যাবে মুহূর্তেই। 

কিন্তু কীভাবে ফিচার ফোনে UPI ব্যবহার করবেন? অনেকেই হয়তো এবিষয়ে জানেন না। এই প্রতিবেদনে জেনে নিন ফিচার বা GSM ফোনে UPI ব্যবহারের খুঁটিনাটি। 

GSM বা ফিচার ফোনে UPI ব্যবহারের জন্য প্রথমে রেজিস্টার করতে হবে। কীভাবে রেজিস্টার করবেন? জানুন-

  • যে নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নম্বর থেকে *99# ডায়াল করুন। 
  • তারপর একাধিক ড্রপডাউন অপশন দেখা যাবে। সেখান থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন। 
  • এরপর যে ব্যাঙ্কে আপনার অ্য়াকাউন্ট করা আছে সেই ব্যাঙ্কের IFSC কোডের প্রথম চারটি অক্ষর টাইপ করুন। 
  • সঠিক অক্ষর দিলেই ওই ব্যাঙ্কে আপনার যতগুলি অ্য়াকাউন্ট করা আছে সেই অ্য়াকাউন্ট নম্বর দেখা যাবে। সেখান থেকে যে কোনও অ্যাকাউন্ট বেছে নিন। যার মাধ্যমে UPI ট্রানজাকশন করতে পারবেন।
  • এরপর সেট করুন আপনার পছন্দের চার সংখ্যার একটি পিন।

ফিচার ফোন থেকে রেজিস্টার তো করলেন। এবার ট্রানজাকশন কীভাবে করবেন? সেই পদ্ধতিটিও শিখে নিন-

এক্ষেত্রে জানিয়ে দেওয়া দরকার, GSM বা ফিচার ফোন থেকে স্ক্যানিং-এর মাধ্যমে পেমেন্ট সম্ভব নয়। তারজন্য প্রয়োজন UPI আইডি অথবা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর এবং IFSC কোড অথবা মোবাইল নম্বর। এবার জেনে নিন বিস্তারিত পদ্ধতি-

  • প্রথমে ফোন থেকে *99# ডায়াল করুন
  • তারপর ড্রপ ডাউন অপশন থেকে সিলেক্ট করুন Send Money অপশন
  • সেখানে UPI ID অথবা অ্য়াকাউন্ট নম্বর + IFSC অথবা মোবাইল নম্বর দিয়ে দিন।
  • তারপর কত টাকা পাঠাবেন সেই অ্য়ামাউন্ট উল্লেখ করতে হবে। 
  • সবশেষে MPIN দিলেই টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের অ্য়াকাউন্টে।


UPI ট্রানজাকশন ফেইল হলে কী করণীয়? 

এক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া দরকার কীভাবে UPI ট্রানজাকশন হয়। UPI এর মাধ্যমে টাকা লেনদেনের সময় সরাসরি কিন্তু একটি অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে টাকা পৌঁছয় না। তার মাঝে থাকে একটি গেটওয়ে। অর্থাৎ প্রেরক এবং গ্রাহকের মাঝে একটি চ্যানেল থাকে। যার মাধ্যমে ওই টাকা এক অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে পৌঁছয়। 

Read More- হাই এন্ড স্পেশিফিকেশনের AI স্মার্টটিভি লঞ্চ করল LG, সুবিধা রয়েছে অত্যাধুনিক ফিচারের

অনেক সময় প্রেরকের অ্য়াকাউন্ট থেকে টাকা কেটে গেলেও গ্রাহকের অ্য়াকাউন্টে টাকা পৌঁছয় না। সেক্ষেত্রে, টাকা ওই গেটওয়ে চ্যানেলে পড়ে থাকে। কোনও ট্রানজাকশন সফল না হলে সেই টাকা প্রেরকের অ্য়াকাউন্টে নিজে থেকেই পাঠিয়ে দেয় গেটওয়ে চ্যালেন। তার জন্য অন্তত ৭ দিন সময় লাগে। যদি তার মধ্যে রিফান্ড না হয় সেক্ষেত্রে NPCI-কে মেইল করে অভিযোগ জানানো সম্ভব। 

  • ফিচার ফোনে UPI ব্যবহারে কী কী সতর্কতা মেনে চলা উচিত? 
    MPIN সবসময় গোপন রাখা উচিত। 
  • যদি কোনও ফিচার ফোন একাধিক ব্যক্তি ব্যবহার করেন তাহলে সেই ফোনের মাধ্যমে UPI ট্রানজাকশন করা উচিত নয়। 
  • নিয়মিত ব্যাঙ্কের স্টেটমেন্ট চেক করা প্রয়োজন
  • কোনও অসংগতি চোখে পড়লেই দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা উচিত। 

Read More- বাজ পড়লেই নষ্ট হতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস, রইল সহজ পাঁচ টিপস

ফিচার ফোনে UPI ব্যবহারে কয়েকটি অসুবিধাও রয়েছে-

  • যদি কোনও ফোনে সিগন্যাল না থাকে তাহলে WiFi ব্যবহার করেও ফিচার ফোনের UPI ব্যবহার করা যাবে না। 
  • দ্বিতীয়ত যেহেতু কোনও QR কোড স্ক্যানিং ফিচার নেই তাই কোনও Scan and Pay-এর সুবিধা নেই।
  • স্মার্টফোনে UPI আইডি স্টোর করে রাখা সম্ভব। কিন্তু ফিচার ফোনে সেই সুবিধা মিলবে না। 
UPI

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ