খুচরো টাকার অভাব এখন প্রায় প্রত্যেকেরই জানা। সেকারণে সুবিধার জন্য সকলেই অনলাইন পেমেন্ট ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন। চায়ের দোকানে দাম মেটানো থেকে শুরু করে অন্য কাউকে টাকা দেওয়া সব ক্ষেত্রেই UPI-এর ব্যবহার বাড়ছে।
স্মার্টফোন থাকলে তবেই UPI ব্যবহার সম্ভব। এতদিন পর্যন্ত এই ধারণা থাকলেও বর্তমান সময়ে সাধারণ ফিচার ফোনের মাধ্যমেও UPI ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি তার জন্য ইন্টারনেটেরও প্রয়োজন নেই।
ফিচার ফোনে UPI ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি সুবিধাও রয়েছে। প্রথমত UPI করতে সবসময় স্মার্টফোন রাখার দরকার নেই। দ্বিতীয়ত গ্রামীণ অঞ্চলে, মূলত যেখানে ইন্টারনেট সিগন্যাল খুব একটা মজবুত নয় সেখানেও সহজেই UPI ব্যবহার করা যাবে। পেমেন্ট, মানি ট্রান্সফার করা যাবে মুহূর্তেই।
কিন্তু কীভাবে ফিচার ফোনে UPI ব্যবহার করবেন? অনেকেই হয়তো এবিষয়ে জানেন না। এই প্রতিবেদনে জেনে নিন ফিচার বা GSM ফোনে UPI ব্যবহারের খুঁটিনাটি।
GSM বা ফিচার ফোনে UPI ব্যবহারের জন্য প্রথমে রেজিস্টার করতে হবে। কীভাবে রেজিস্টার করবেন? জানুন-
ফিচার ফোন থেকে রেজিস্টার তো করলেন। এবার ট্রানজাকশন কীভাবে করবেন? সেই পদ্ধতিটিও শিখে নিন-
এক্ষেত্রে জানিয়ে দেওয়া দরকার, GSM বা ফিচার ফোন থেকে স্ক্যানিং-এর মাধ্যমে পেমেন্ট সম্ভব নয়। তারজন্য প্রয়োজন UPI আইডি অথবা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর এবং IFSC কোড অথবা মোবাইল নম্বর। এবার জেনে নিন বিস্তারিত পদ্ধতি-
UPI ট্রানজাকশন ফেইল হলে কী করণীয়?
এক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া দরকার কীভাবে UPI ট্রানজাকশন হয়। UPI এর মাধ্যমে টাকা লেনদেনের সময় সরাসরি কিন্তু একটি অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে টাকা পৌঁছয় না। তার মাঝে থাকে একটি গেটওয়ে। অর্থাৎ প্রেরক এবং গ্রাহকের মাঝে একটি চ্যানেল থাকে। যার মাধ্যমে ওই টাকা এক অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে পৌঁছয়।
Read More- হাই এন্ড স্পেশিফিকেশনের AI স্মার্টটিভি লঞ্চ করল LG, সুবিধা রয়েছে অত্যাধুনিক ফিচারের
অনেক সময় প্রেরকের অ্য়াকাউন্ট থেকে টাকা কেটে গেলেও গ্রাহকের অ্য়াকাউন্টে টাকা পৌঁছয় না। সেক্ষেত্রে, টাকা ওই গেটওয়ে চ্যানেলে পড়ে থাকে। কোনও ট্রানজাকশন সফল না হলে সেই টাকা প্রেরকের অ্য়াকাউন্টে নিজে থেকেই পাঠিয়ে দেয় গেটওয়ে চ্যালেন। তার জন্য অন্তত ৭ দিন সময় লাগে। যদি তার মধ্যে রিফান্ড না হয় সেক্ষেত্রে NPCI-কে মেইল করে অভিযোগ জানানো সম্ভব।
Read More- বাজ পড়লেই নষ্ট হতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস, রইল সহজ পাঁচ টিপস
ফিচার ফোনে UPI ব্যবহারে কয়েকটি অসুবিধাও রয়েছে-