প্রতিটি বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। যার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। কারণ খসছে অতিরিক্ত টাকা। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র BSNL। এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত টাকা বৃদ্ধি করা হয়নি। যার ফলে অনেকেই এখন BSNL-এ পোর্ট করাচ্ছেন।
প্ল্যানের খরচ না বাড়লেও অনেকেই কলিং-এর সমস্যায় পড়তে হচ্ছে। কারণ BSNL-এর নেটওয়ার্ক কভারেজ নিয়ে অভিযোগ করেছেন অনেকেই। তাঁদের অভিযোগ, BSNL-এ পোর্ট করেও সেভাবে সুবিধা হচ্ছে না। কারণ নেটের স্পিড খুবই কম। এবং কলিংয়ের ক্ষেত্রেও কল ড্রপের মতো সমস্যায় পড়তে হচ্ছে।
এই সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য প্রথমেই জেনে নিন আপনার বাড়ির আশপাশে অথবা আপনার এলাকায় BSNL-এর টাওয়ার রয়েছে কিনা। কীভাবে সেই তথ্য জানবেন? জানুন-