দিন কয়েক আগেই লঞ্চ হয়ে গিয়েছে অ্যাপলের আইফোন ১৬। শুক্রবার থেকে ভারতের বাজারেও বিক্রি শুরু হয়ে গেল এই সিরিজ। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এবার আই ফোন ১৬ মডেলে অনেক কিছু বদল করেছে অ্যাপল। ব্যাটারি নিয়ে অনেক আপডেট দিয়েছে সংস্থা।
আই ফোনের ব্যাটারি নিয়ে একগুচ্ছ অভিযোগ আছে ব্যবহারকারীদের। আই ফোন ১৫-এ ব্যাটারি নিয়েও অনেক অভিযোগ মেটেনি। তবে নতুন সিরিজে ৬.৩ শতাংশ ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়েছে অ্যাপল। এবার আই ফোন ১৬-এ ব্যাটারি ৩,৫৬১ এমএএইচ। আই ফোন ১৬ প্লাসের ব্যাটারি ক্যাপাসিটি ৪,৬৭৪ এমএএইচ। ১৫ সিরিজের থেকে ৬.৬ শতাংশ বেশি চার্জিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আই ফোন ১৬ প্রো সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি ৩,৫৮২ এমএএইচ। প্রো ম্যাক্স সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি ৪,৬৮৫ এমএএইচ।
তবে বিভিন্ন প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, সার্বিক ভাবে আই ফোন ১৬ সিরিজের মধ্যে এগিয়ে প্রো মডেল। তবে অন্য মডেলগুলিও পিছিয়ে নয়। তবে আই ফোন ১৬ মডেলে ২৫ ওয়াট ম্যাগসেফ চার্জিং পয়েন্ট সাপোর্ট করবে। তবে ৩০ ওয়াটের পাওয়ার অ্যাডাপটার লাগবে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে ৪৫ ওয়াট পর্যন্ত চার্জ করা যাবে।