একে ইন্টারনেট রিচার্জ তার উপর আবার গুচ্ছের ওটিটি রিচার্জ। সব মিলিয়ে পকেট গড়ের মাঠ হওয়ার জোগাড়? এবার এই সমস্যারই সমাধান নিয়ে আসছে জিও। হাইস্পিড ডেটার সঙ্গে ৮০০ টি চ্যানেল এবং ১৫টি ওটিটির সুবিধা নিয়ে আসছে জিও ফাইবার ব্রডব্যান্ড।
জিও ফাইবার ৮৯৯
এই প্ল্যানে আপনি পাবেন ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট। ফ্রি ভয়েস ক্লিং, ৮০০টি টিভি চ্যানেল এবং ডিজনি+হটস্টার, সোনি লিভ সহ ১৪টি ওটিটি। তিন মাসের পোস্টপেইড প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে ২ হাজার ৬৯৭ টাকা + GST।
জিও ফাইবার ৯৯৯
এই প্ল্যানে আপনি পাবেন ১৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট। ফ্রি ভয়েস ক্লিং, ৮০০টি টিভি চ্যানেল এবং ডিজনি+হটস্টার, সোনি লিভ সহ ১৫টি ওটিটি। তিন মাসের পোস্টপেইড প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে ২ হাজার ৯৯৭ টাকা + GST।
আরও পড়ুন - গরমেও মিলবে ঠান্ডা হাওয়া, ২৯৫টাকায় কিনুন অত্যাধুনিক পোর্টেবল কুলার
জিও ফাইবার ১৪৯৯
জিও ফাইবারের এই প্ল্যানের ৩ মাসের সাবস্ক্রিপশন করতে খরচ হবে ৪ হাজার ৪৯৭ টাকা +GST। এই প্ল্যানে ৩০০ এমবিপিএস ডাউনলোড ও আপলোড স্পিড পাওয়া যাবে। অন্য দুটি প্ল্যানের মতো এতেও পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং ভয়েস কলিং এবং নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো ১৬টি ওটিটি।