Mobile Data Consumption issue: দ্রুত ফুরিয়ে যাচ্ছে মোবাইল ডেটা? মাথায় রাখুন ৪টি সহজ টিপস

Updated : Sep 16, 2023 06:06
|
Editorji News Desk

প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একাধিক সুবিধা এনেছে প্রতিটি সার্ভিস প্রোভাইডার। নিজের প্রয়োজন মতো ১ জিবি বা তার বেশি ডেটা প্যাক দিয়ে রিচার্জ করতে পারেন মোবাইল ব্যবহারকারীরা। কিন্তু অনেকসময় নির্দিষ্ট দিন বা সময় শেষের আগেই ফুরিয়ে যায় নেট প্যাক। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয়। WiFi পরিষেবা না থাকলে বন্ধ হয়ে যায় অনলাইন পরিষেবা।

দ্রুত ইন্টারনেট প্যাক শেষ হওয়ার পিছনে রয়েছে কয়েকটি কারণ। অটো আপডেট অথবা অটো ব্যাকআপ চালু রাখলে দ্রুত ইন্টারনেট প্যাক ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও রয়েছে আরও কয়েকটি কারণ। অন্যদিকে ইউটিউব সেটিংসের মধ্যে সামান্য পার্থক্য আনলেই মোবাইল ডেটা দীর্ঘদিন স্থায়ী হবে। জেনে নিন সেগুলি- 

 অটো ব্যাকআপ- Whatsapp বা এই ধরনের বেশ কিছু অ্য়াপ রয়েছে যেগুলি ড্রাইভে ডেটা স্টোর করে। ফলে অটো ব্যাকআপ চালু রাখলে মোবাইল ডেটা দ্রুত খরচ হওয়ার সম্ভাবনা থাকে। 

অটো আপডেট- প্রতিটি স্মার্টফোনেই নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে হয়। এর ফলে নোটিফিকেশনও আসে। যেহেতু সেক্ষেত্রে বড় ফাইল আপডেট হয় সেকারণে WiFi ব্যবহার করা উচিত। না হলে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে মোবাইল ডেটা। 

অটো প্লে মোড অফ- বর্তমানে ফেসবুক, ইউটিউবের মতো অ্য়াপগুলি অটো প্লে মোড চালু করেছে। সেক্ষেত্রে কোনও ভিডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ফলে বেশি ডেটা খরচ হয়। সেকারণে অটো প্লে মোড অফ করে রাখা দরকার। 

Read More-জলে ভিজেছে পছন্দের ফোন? সমস্যা সমাধানে মাথায় রাখুন ৩ টোটকা

ইউটিউবের ভিডিও রেজলিউশন- যত হাই রেজলিউশনের ভিডিও দেখা হবে তত বেশি মোবাইলের ডেটা খরচ হবে। ফলে মোবাইল ডেটা খরচ করে ভিডিও দেখতে হলে খুব বেশি রেজলিউশনে না দেখাই উচিত। না হলে মোবাইলের ডেটা খুব অল্প সময়েই শেষ হওয়ার সম্ভাবনা থাকে।   

Mobile Phone

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ