অধিকাংশ মোবাইল সংস্থাই এখন বক্সের ভিতর ট্রান্সপারেন্ট কভার দেয়। দেখতেও যেমন সুন্দর তেমন মজবুতও। কিন্তু ট্রান্সপারেন্ট ওই কভার কয়েকদিনের মধ্যেই হলুদ হতে শুরু করে।
কভার হলদেটে হলে দেখতেও যেমন খারাপ লাগে তেমন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু খুব সহজেই মোবাইল কভার পরিষ্কার করা সম্ভব। ঘরোয়া টোটকায় কভার পরিষ্কার রাখবেন কীভাবে? জেনে নিন সেই টোটকা।
ইষৎউষ্ণ গরম জলের মধ্যে ডিশ ওয়াশার মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রন টুথব্রাসে লাগিয়ে কভারের উপর ধীরে ধীরে ঘষে পরিষ্কার করতে পারেন। কিছুক্ষণ ওই মিশ্রণটি লাগিয়ে কভারটি ভিজে অবস্থায় রেখে দিন। তারপর ঘণ্টাখানেক পর সেটি ধুয়ে নিলেই সাদা হবে হলদেটে কভার।
দ্বিতীয়ত রাবিং অ্য়ালকোহল দিয়েও পরিষ্কার রাখতে পারেন আপনার ফোনের কভার। কোনও মাইক্রোফাইবার ক্লথ রাবিং অ্য়ালকোহলে ভিজিয়ে নিন। এরপর হলদেটে কভারটি ধীরে ধীরে মুছে নিন। কিছুক্ষণ পরেই ওই কভার নতুনের মতোই সাদা হয়ে যাবে।