দামি মোবাইল কিনেছেন কিন্তু ব্যাটারি ব্যাক আপ ভালো নয়? দিনে অনেকবার চার্জ দিতে হচ্ছে? খুব সহজেই এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। কীভাবে জেনে নিন বিস্তারিত-
বিভিন্ন কারণের জন্য মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। একবার চার্জ দিলেই মোটামুটি একদিন আপনার ফোন চালু রাখা সম্ভব।
প্রথমত লোকেশন বন্ধ রাখুন। অনেক সময় বিভিন্ন কারণে লোকেশন অন থাকে। এর ফলে প্রচুর চার্জ ক্ষয় হয়। সেকারণে লোকেশন সার্ভিস বন্ধ রাখুন।
দ্বিতীয়ত ফোনের ব্রাইটনেস অতিরিক্ত বাড়িয়ে রাখবেন না। ব্রাইটনেস বাড়িয়ে রাখার ফলে দ্রুত চার্জ শেষ হওয়ার সম্ভাবনা থাকে। ব্রাইটনেস সবসময় অটোমেটিক করে রাখুন। ফলে সেন্সরের মাধ্যমে তা নির্দিষ্ট মাত্রায় থাকবে।
তৃতীয়ত, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্য়াপ চালু থাকে। যার কারণেও চার্জ নষ্ট হয়। প্রয়োজন না থাকলে ব্যাকগ্রাউন্ডে কোনও অ্য়াপ চালু থাকলে তা বন্ধ রাখুন।
এই বিষয়গুলি মাথায় রাখলে আপনার ফোনের চার্জ থাকবে দীর্ঘ সময় ধরে। সাধারণত দিনে একবার চার্জ দিলে সারাদিন ফোন ব্যবহার করতে পারবেন।