চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন উদ্যোগ এলন মাস্কের। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির এই নতুন সংস্থার নাম 'এক্স এআই'। কয়েক মাস আগেই ইলন মাস্ক আভাস দিয়েছিলেন তিনি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী কোনও চ্যাটবট বাজারে আনতে চান৷ তারই ফলশ্রুতি এই নতুন সংস্থা।
টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন মাস্ক। বিশ্বের তাবড় তাবড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা থেকে দক্ষ পেশাদের নিয়ে এসেছেন নিজের সংস্থায়। গুগলের 'ডিপমাইন্ড', মাইক্রোসফট, টেসলা থেকে আধিকারিকদের এক্সএআই-এ নিয়েছেন তিনি।
মাস্কের 'ফ্যামিলি অফিস' গত মার্চ মাসেই এক্সএআই নামক এক সংস্থা রেজিস্টার করিয়েছিল। ইতিমধ্যেই এক্সএআই সংস্থার ওয়েবসাইট 'লাইভ' হয়ে গিয়েছ।
চ্যাটজিপিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই নিজের বিরক্তি প্রকাশ করছিলেন মাস্ক। তাঁর অভিযোগ ছিল,
টুইটারের সাহায্যে চ্যাটজিপিটি তৈরি করেছে ওপেনএআই। জানা গিয়েছে, গত এপ্রিল মাস থেকেই টেসলার বিনিয়োগকারীদের সঙ্গে মাস্ক বৈঠক করেছিলেন নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা খোলার জন্য। এনভিডিয়া থেকে কয়েক হাজার প্রোসেসর কিনেছেন মাস্ক।