ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর অভিযান-সঙ্গী বুচ উইলমার ৯ দিনের জন্য গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। দেখতে দেখতে পেরিয়ে গেল দু'মাস। ৬১ দিন পরেও পৃথিবীতে ফিরতে পারেননি সুনীতারা। কবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন, তা এখনই বলতে পারছে না নাসা৷ ওদিকে দুই মহাকাশচারীদের শারীরিক অবস্থার অবনতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার।
গত ৫ জুন নাসার মিশন স্টারলাইনার নিয়ে মহাকাশে রওনা দিয়েছিলেন সুনীতারা। আচমকাই একটি দুর্ঘটনায় বদলে যায় পরিস্থিতি। মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
মহাকাশে দীর্ঘ দিন থাকলে মহাকাশচারীরা যে সমস্ত শারীরিক সমস্যায় পড়েন, সুনীতা এবং বুচও সেই সমস্যার মুখোমুখি হতে শুরু করেছেন। পেশি শিথিল হয়ে এসেছে। হাড় ক্ষয়ে যাওয়াও শুরু হয়েছে। তবে এগুলি মহাকাশচারীদের চেনা অসুস্থতা।
কয়েকদিন আগে 'রিসার্স’ নামে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ বিস্ফোরণ হয় আর্ন্তজাতিক স্পেস স্টেশনের কাছে। তার ভাঙা টুকরো ছড়িয়ে পড়ে স্পেস স্টেশনের চারপাশে৷ এর ফলে স্টেশনের বাইরে বেরিয়ে ‘মিশন’-এর কাজ করতে পারছেন না সুনীতারা। বন্ধ আছে তাঁদের 'স্পেস ওয়াক'।
মহাকাশযান থেকে হিলিয়াম গ্যাস লিক হওয়ায় পৃথিবীতে ফেরানো সম্ভব হচ্ছে না। দু’বারের চেষ্টা ব্যর্থ হয়েছে।
এর মাঝে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স একটি মহাকাশযানকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। ‘ক্রিউ-৯’ কয়েক জন মহাকাশচারীকে নিয়ে আগামী ১৮ অগস্ট মহাকাশে পাড়ি দেবে। তার মধ্যে বোয়িং স্টারলাইনারের ত্রুটি সংশোধিত না হলে ‘ক্রিউ-৯’-এর মহাকাশযানেও সুনীতাদের ফেরানোর ব্যবস্থা করা হতে পারে।