Oyo Rooms-এ ঢোকার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু। অবিবাহিত যুবক-যুবতিদের যাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হবে। Oyo Hotel-এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রেমিক প্রেমিকাদের Oyo rooms-এ ঢুকতে হলে আলাদা করে পরিচয়পত্র দেখাতে হবে।
হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবিবাহিত যুবক যুবতিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। রুম পেতে বেগ পেতে হত তাঁদের। সেই সমস্যা সমাধানে ২০১৩ সালে Oyo Rooms প্রতিষ্ঠা করেন রীতেশ আগরওয়াল।
মজার বিষয় Oyo Rooms-নিজে থেকে কোনও হোটেল তৈরি করেনি। এটি মূলত হোটেল এগ্রিকেটর। দেশের বিভিন্ন প্রান্তের হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে এই সংস্থার। Oyo Rooms-এর অ্যাপ দিয়েই বুকিং করা সম্ভব ওই হোটেলগুলি। মূলত বাজেট কম এবং অবিবাহিতদের জন্য কোনও কঠোর নিয়ম ও নির্দেশিকা না থাকায় মাত্র ১০ বছরে পছন্দের তালিকার শীর্ষে উঠে আসে এই সংস্থাটি।
নতুন নিয়মে জানানো হয়েছে, অবিবাহিত যুগলরা আর সহজেই Oyo Rooms-এ চেক ইন করতে পারবেন না। তাঁরা যে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই বিষয়ে কোনও প্রমাণপত্র দেখাতে হবে হোটেল কর্তৃপক্ষকে। তবেই রুমে প্রবেশের অধিকার পাওয়া যাবে। এমনকি বুকিংয়ের সময়ও বুকিং অ্যাপেও ওই পরিচয়পত্র আপলোড করতে হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, Oyo রুম দেশের বিভিন্ন শহরের পার্টনারদের সহযোগিতায় পরিচালনা করা হয়। সেক্ষেত্রে বিভিন্ন এলাকার সামাজিক সুরক্ষার দায়বদ্ধতা রয়েছে সংস্থার। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে মেরুটের Oyo হোটেলগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। জানানো হয়েছে, অতি দ্রুত এই নিয়ম কার্যকর করতে।
Oyo হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে তাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। যেখানে জানানো হয়েছিল Oyo হোটেলে যেন অবিবাহিত যুগলদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। মেরুট থেকে সবথেকে বেশি অভিযোগ করা হয়েছিল। আর সেই কারণেই কঠোর সিদ্ধান্ত রিতেশ আগরওয়ালের এই সংস্থা।
মূলত ২০ থেকে ৩৪ বছরের যুবক যুবতিরা oyo hotels বুক করেন। কম বাজেটের মধ্যেই AC এবং নন AC রুম বুকিংয়ের সুবিধা রয়েছে।