শুধু চ্যাটিং বা ডকুমেন্ট শেয়ারিং নয়। এখন হোয়াটসঅ্য়াপের মাধ্যমের বাসের টিকিট কাটা যাবে। এই ফিচার শুরু করার জন্য একটি বিশেষ চ্যাটবট চালু করা হয়েছে। বিশেষ নম্বরে মেসেজ করে অথবা QR কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন Whatsapp ব্যবহারকারীরা।
কীভাবে টিকিট বুকিং করবেন?
Read More- এবার দেখা যাবে ডকুমেন্টের প্রিভিউ, নতুন ফিচার চালু Whatsapp-এ
একসঙ্গে ৬ জনের টিকিট কাটতে পারবেন হোয়াটসঅ্য়াপের মাধ্যমে। তবে এই সুবিধা আপাতত দিল্লির জন্য চালু করা হয়েছে। শুধুমাত্র DTC-র জন্যই এই পরিষেবা উপলব্ধ থাকবে। তবে দেশের অন্য জায়গায় এই পরিষেবা পাওয়া যাবে না।