সাধারণ চ্যাটিং নয়, অনেক গুরুত্বপূর্ণ ফাইলও Whatsapp-এর মাধ্যমে ট্রান্সফার করেন অনেকেই। শুধু ছবি বা ভিডিও নয়, বিভিন্ন ডকুমেন্ট ফাইলও পাঠানো সম্ভব। এবার ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে নয়া ফিচার চালু করতে চলেছে Meta-র ওই প্ল্যাটফর্মটি।
এতদিন পর্যন্ত কোনও ডকুমেন্ট পাঠালে সেই ফাইল ডাউনলোড না হওয়া পর্যন্ত দেখা যেত না। কিন্তু এবার থেকে ডকুমেন্ট ফাইলেও প্রিভিউ দেখা যাবে। অর্থাৎ ডাউনলোডের আগেই ওই ফাইলের কন্টেন্ট দেখতে পারবেন।
নয়া এই ফিচারে উপকৃত হবেন Whatsapp ব্যবহারকারীরা। কারণ এতদিন পর্যন্ত কোনও ডকুমেন্ট পাঠানো হলেও তার কন্টেন্ট বুঝতে পারতেন না সেন্ডাররা। এবার থেকে সেই সমস্যা হবে না। ফলে ভুল কন্টেন্ট পাঠানো থেকে বিরত থাকবেন ব্যবহারকারীরা।