Online electricity bill scam: প্রতারকদের টার্গেট অনলাইন বিদ্যুৎ বিল পেমেন্ট, মাথায় রাখুন সহজ ৪টি বিষয়

Updated : Oct 26, 2023 06:28
|
Editorji News Desk

ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য এখন একাধিক উপায় রয়েছে। বিভিন্ন অনলাইন UPI অ্য়াপ যেমন রয়েছে তেমন বিভিন্ন ইলেকট্রিক বোর্ডের  সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও পেমেন্ট করা হয়। কিন্তু এখানেই লুকিয়ে থাকে স্ক্যামাররা। আপনার ফোনে বিশেষ লিঙ্ক পাঠিয়েই হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 

অনেক সময় স্ক্যামাররা মেসেজ পাঠায় বিভিন্ন গ্রাহকের ফোনে। জানিয়ে দেয়,  তাদের বিল বাকি আছে অথবা অনলাইনে যে পেমেন্ট করা হয়েছে তা ফেল হয়েছে। সঙ্গে থাকে একটি লিঙ্ক। বলা হয়, ওই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করলেই বকেয়া বিল পরিশোধ হবে। কিন্তু লিঙ্কে ক্লিক করলেই বিপদ। লাখ লাখ টাকা হাতিয়ে নেবে স্ক্যামাররা। সেকারণে বকেয়া বিলের মেসেজ এলে অবশ্যই স্থানীয় বিদ্যুৎ দফতরের অফিসে যোগাযোগ করুন। অথবা কোনও UPI অ্য়াপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

স্ক্যামারদের পাঠানো মেসেজ কীভাবে বুঝবেন?

  1. প্রথমত কোনও বিল বকেয়া থাকলে তা বিদ্যুৎ বণ্টন সংস্থার নিজস্ব নম্বর থেকে মেসেজ করা হবে। স্ক্যামাররা সাধারণ নম্বর থেকে মেসেজ পাঠায়। 
  2. বকেয়া বিলের সঙ্গে একটি বা একাধিক লিঙ্ক পাঠানো হয়। বিদ্যুৎ দফতরের পাঠানো মেসেজে কোনও লিঙ্ক পাঠানো হয় না। 
  3. স্ক্যামারদের পাঠানো মেসেজে কনজিউমার নম্বর উল্লেখ থাকে না। 
  4. আতঙ্ক বা ভয় তৈরি হয় এমন মেসেজ পাঠায় প্রতারকরা। 

এই চারটি বিষয় মাথায় রাখলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে এই ধরনের বকেয়া বিলের মেসেজ পেলে অবশ্যই স্থানীয় বিদ্যুৎ বণ্টন দফতরে যোগাযোগ করুন। 

Electricity Bill Scam

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ