ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য এখন একাধিক উপায় রয়েছে। বিভিন্ন অনলাইন UPI অ্য়াপ যেমন রয়েছে তেমন বিভিন্ন ইলেকট্রিক বোর্ডের সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও পেমেন্ট করা হয়। কিন্তু এখানেই লুকিয়ে থাকে স্ক্যামাররা। আপনার ফোনে বিশেষ লিঙ্ক পাঠিয়েই হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
অনেক সময় স্ক্যামাররা মেসেজ পাঠায় বিভিন্ন গ্রাহকের ফোনে। জানিয়ে দেয়, তাদের বিল বাকি আছে অথবা অনলাইনে যে পেমেন্ট করা হয়েছে তা ফেল হয়েছে। সঙ্গে থাকে একটি লিঙ্ক। বলা হয়, ওই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করলেই বকেয়া বিল পরিশোধ হবে। কিন্তু লিঙ্কে ক্লিক করলেই বিপদ। লাখ লাখ টাকা হাতিয়ে নেবে স্ক্যামাররা। সেকারণে বকেয়া বিলের মেসেজ এলে অবশ্যই স্থানীয় বিদ্যুৎ দফতরের অফিসে যোগাযোগ করুন। অথবা কোনও UPI অ্য়াপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
স্ক্যামারদের পাঠানো মেসেজ কীভাবে বুঝবেন?
এই চারটি বিষয় মাথায় রাখলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে এই ধরনের বকেয়া বিলের মেসেজ পেলে অবশ্যই স্থানীয় বিদ্যুৎ বণ্টন দফতরে যোগাযোগ করুন।