Oppo Find X8 Pro: দামে হার মানবে iPhone 16, মান কতটা ভালো Oppo Find X8 Pro-র? 

Updated : Nov 27, 2024 09:37
|
Editorji News Desk

 

Oppo-র ফোন মানেই ঝকঝকে ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা। চলতি বছরে বিভিন্ন সংস্থা যে ফোনগুলি লঞ্চ করেছে তার মধ্যে অধিকাংশ ফোনেই রয়েছে AI ইমেজ প্রসেসিং ইউনিট। ব্যতিক্রম নয় Oppo। এবার ফ্ল্যাগশিপ সেগমেন্টে সংস্থার নবতম সংযোজন Oppo Find X8 Pro।    

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Oppo Find X8 Pro। এটাই প্রথম X সিরিজের স্মার্টফোন যেটা ভারতের বাজারে বিক্রি করবে চিনা এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এর আগে Find X7 আত্মপ্রকাশ করলেও ভারতে ওই মডেলটি আত্মপ্রকাশ করেনি। ইন্দোনেশিয়ার বালিতে একটি ইভেন্টে ফোনটি লঞ্চ করা হয়। 

স্টেট অফ আর্ট প্রযুক্তি, টপ নচ কোয়ালিটি, ঝকঝকি ছবি! কী নেই Oppo-র এই ফোনটিতে? তবে দাম যা রাখা হয়েছে সেনিয়ে অনেকের দ্বিমত রয়েছে। 

নতুন এই ফোনটির দাম রাখা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৯৯টাকা। Oppo-র নিজস্ব সাইটে ফোনটি প্রি-অর্ডার  করা যাচ্ছে। সেক্ষেত্রে ৯৯ হাজার ৯৯৯টাকা দাম রাখা হয়েছে। এখানেই প্রশ্ন তুলছেন অনেকে। কারণ Apple iPhone 16 128GB-র দাম ৭৮ হাজার টাকা। A18 চিপসেট, Apple intelligence, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। কিন্তু তারপরও কেন Oppo Find X8 Pro-র দাম লাখ টাকা? জেনে নিন... 

একাধিক ফ্ল্যাগশিপ ফিচার দেওয়া হয়েছে Oppo-র লেটেস্ট এই মডেলটিতে। যার মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা সেট-আপ, যেখানে Hasselblad-এর সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও AI ইমেজ প্রসেসিং ইউনিটও রয়েছে। এটাই ভারতের প্রথম স্মার্টফোন যেখানে রয়েছে MediaTek Dimensity 9400 চিপসেট। এছাড়াও আর কী কী স্পেশিফিকেশন রয়েছে? জানতে হলে ভিডিয়োর শেষ পর্যন্ত দেখুন। 

Oppo Find X8 Pro-র ক্যামেরা সেটআপ
কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। তারমধ্যে একটি আলট্রা ওয়াইড লেন্স এবং একটি টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এর ফলে দূরের কোনও অবজেক্টের ছবি তোলা সম্ভব। 

মেইন ক্যামেরাটি 50 মেগা পিক্সেলের। যার মধ্যে রয়েছে 23mm ফোকাল লেন্থ। এবং 50 মেগা পিক্সেলের আলট্রাওয়াইড সেন্সরে রয়েছে 15mm ফোকাল লেন্থ। 

ফোন লঞ্চ ইভেন্টে সংস্থার তরফে জানানো হয়েছে, Oppo Find X8-মডেলে দেওয়া হয়েছে বিশেষ AI অ্যালগরিদম। যার ফলে কোনও Zoom in-ফটো অত্যন্ত ভালোভাবে প্রসেস করতে সক্ষম ফোনটি। ছবিতে থাকেনা কোনও নয়েজ। এমনকি সর্বাধিক 60X ফোকাল লেন্থের কোনও ছবিতেও নয়েজ দেখা যায়নি। ডুয়েল টেলিফটো লেন্স দেওয়ার ফলে 1x থেকে 6x-এর মধ্যে ছবি তোলা সম্ভব। লেটেস্ট iPhone সিরিজে এই ফিচারটি দেওয়া হয়নি। 

iPhone 16-এ দেওয়া হয়েছে ক্যামেরা কন্ট্রোলার। অন্য়দিকে Oppo Find X8 Pro-তেও দেওয়া হয়েছে ক্যামেরা কুইক বাটন। এর মাধ্যমে ওয়ান টাচ ফটোগ্রাফি থেকে শুরু করে Zoom in, Zoom Out করা সম্ভব। এছাড়াও ফোন লক থাকা অবস্থায় কুইক বাটন ডবল প্রেস করলেই ফোনের ক্যামেরাটি চালু হবে। 7FPS-এ কোনও ভিডিয়ো শ্যুট করা সম্ভব হবে ফোনটিতে।

Oppo Find X8 Pro-র AI ফিচার-
একদিকে iPhone 16-এ যেমন দেওয়া হয়েছে Apple Intelligence ঠিক তেমনই একাধিক AI ফিচার দেওয়া হয়েছে Oppo-র এই ফ্ল্যাগশিপ ফোনটিতে। pixel 9 Pro XL-এর মতো এই ফোনে ইমেজ প্রসেসিং-এর জন্য দেওয়া হয়েছে AI। এর ফলে লাইট, স্যাডো, ফোকাল লেন্থ সহ সবকিছুর মাত্রা সঠিকভাবে বজায় রেখে ফোটো এডিট করতে সক্ষম। আনওয়ান্টেড গ্লাস রিফেক্সশন, ব্লার-আনব্লার অপশন রয়েছে। এছাড়াও অবাঞ্ছিত বিভিন্ন অবজেক্ট AI এর মাধ্যমে মুছে ফেলা সম্ভব। 

  • স্পেশিফিকেশন-
    ফোনে দেওয়া হয়েছে 
    MediaTek Dimensity 9400 চিপসেট
    16GB RAM, 512 GB স্টোরেজ
    6.78 ইঞ্চি AMOLED স্ক্রিন
    120Hz রিফ্রেস রেট
    7i গরিলা গ্লাস 
    5910 mAh ব্যাটারি 
    6 বছরের জন্য সিকিউরিটি আপডেট   

প্রাইস-
ভারতের বাজারে ফোনটির দাম রাখা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৯৯টাকা। কিন্তু প্রি বুকিং-প্রাইস রাখা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। Oppo অনলাইন স্টোর থেকে ফোনটি কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাকও পাবেন ব্যবহারকারীরা। ৫০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও রাখা হয়েছে। 

Smartphone

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ