কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আপনাকে স্বাগত। ২ বছর আগে প্লে-স্টোর ও অ্যাপল স্টোরে এসেছিল ওপেন AI-এর চ্যাটজিপিটি অ্যাপ। AI সার্চেও অভ্যস্ত হয়ে পড়ছে সব প্রজন্মের মানুষ। কিন্তু এই চ্যাটজিপিটির প্রতিযোগী কারা! প্রথমেই যে নামটি উঠে আসে, তা হল পারপ্লেক্সিটি AI। এই সময়, AI মার্কেটে ফের উঠে আসছে এই সার্চ ইঞ্জিনের নাম।
প্রপার্টি রিসার্চ
যদি কোনও সম্পত্তি, বিল্ডিং সংক্রান্ত কোনও তথ্য জানতে গেলে এই AI সার্চ ইঞ্জিনের তুলনা নেই। সম্প্রতি বাজারে সম্পত্তি কেনাবেচা নিয়ে কী কী তথ্য আছে, তা জানিয়ে দেবে এই সার্চ ইঞ্জিন। নির্দিষ্ট এলাকায় কতগুলি বাড়ি বিক্রি আছে, কতজন মালিক বাড়ি বিক্রি করতে চান তাও জানিয়ে দেবে এই সার্চ ইঞ্জিন।
শেয়ার বাজার সংক্রান্ত তথ্য
চ্যাটজিপিটি-তে অনেক বিষয় জানা যায়। কিন্তু শেয়ারবাজার কেমন চলছে, কোন সময় শেয়ার কিনলে তা লাভ করতে পারে! কখন ওই শেয়ার বিক্রি করলে ভাল, তা বলে দেবে পারপ্লেক্সিটি AI। ধরুন, এই AI-তে আপনি কোনও স্টকের নাম দিয়ে সার্চ করছেন। ওই শেয়ারের রিয়েল টাইম চার্ট দেখিয়ে দেবে AI। ট্রেন্ড, মার্কেট সম্পর্কেও তথ্য দিয়ে দেবে এই AI।
দামের কম্পেয়ার
দুটি প্রোডাক্টের দামের তুলনাও করা যাবে এই AI প্ল্যাটফর্মে। অর্থাৎ, দুটি সাইটে একই প্রোডাক্টের দাম কতটা বেশি, বা কতটা কম তা জানা যাবে। অর্থাৎ, আপনি যদি আইফোন ১৬ বলে সার্চ করেন, বিভিন্ন দামের পার্থক্য বুঝিয়ে দেবে AI।
এখন কী কী চলছে, জানিয়ে দেবে
পারপ্লেক্সিটি AI-এর মাধ্যমে নতুন আপডেট জানতে পারবেন। নির্বাচনের আপডেট, ভারত-কানাডা আন্তর্জাতিক সম্পর্ক, সব কিছু নিয়েই লেটেস্ট আপডেট জানতে পারবেন। দেশ, বিশ্বের সব আপডেট জানাবে AI।