সকাল থেকে রাত পর্যন্ত সব সময়ের সঙ্গী মোবাইল ফোন। সেই কারণেই হাত ফসকে ফোন জলে পড়ে যাওয়া, জলের ছিটে লেগে ফোন ভিজে যাওয়া কিংবা মোবাইল জলে ভিজে যাওয়া সমস্যায় কম বেশি আমরা সকলেই ভুগি। তাই আজ রইল ফোন জলে পড়লে কী করতে হবে সেই টিপস।
ফোন রিস্টার্ট
মোবাইল ফোন ভিজে গেলে রিস্টার্ট করার চেষ্টা করবেন না। ফোন শুকিয়ে না যাওয়া পর্যন্ত ইউ এস বি বা হেডফোন লাগাবেন না।
ফোন ঝাঁকানো
ফোন থেকে জল বের করার জন্য বেশি ঝাঁকানোর প্রয়োজন নেই। এতে হিতে বিপরীত হয়। ফোনের অনেক ভিতর পর্যন্ত জল ঢুকে গিয়ে ফোন নষ্ট হয়ে যেতে পারে।
সুইচ অফ
ফোন জল থেকে তুলে প্রথম কাজ হবে ফোন বন্ধ করে দেওয়া। কারণ ফোন খোলা রাখলে জলের কারণে শর্ট সার্কিটের সম্ভবনা থাকে।
কভার খুলে দিন
ফোন জলে পড়ে গেলে প্রথমেই ফোনের কভার খুলে রাখুন। সম্ভব হলে কভারের পাশাপাশি ফোনের ব্যাটারিও খুলে রাখুন।
আরও পড়ুন - হ্যাক হয়েছে আপনার অনলাইন অ্য়াকাউন্ট? এরপর কী করণীয়?
চালের বক্সে রাখুন
ফোন জল থেকে তুলে ১২ থেকে ১৪ ঘন্টা চালের ড্রামে ভরে রাখুন। এরপর সেটি বের করে শুকিয়ে নিন আরও ঘন্টাখানেক। তবে খেয়াল রাখবেন যাতে মোবাইলে সরাসরি রোদ না পড়ে।