ক্রমেই বাড়ছে পেটিএমের অস্বস্তি। আরও সঙ্কট বাড়ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। জানা গিয়েছে, এবার নাকি ব্যাঙ্কিং লাইসেন্সই বাতিল করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকি পেমেন্ট ব্যাঙ্কের কাজ খতিয়ে দেখার জন্য একজন প্রশাসকও নিয়োগ করতে পারে আরবিআই।
জানা গিয়েছে, গত ২০ বছরে কোনও ব্যাঙ্কেরই লাইসেন্স প্রত্যাহার করেনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অন্তত চারটি ক্ষেত্রে 'ডিলিজেন্ট ফেইলিওর' ছিল। সেই কারণেই মনে করা হচ্ছে পেটিএমের লাইসেন্স বাতিল করা হতে পারে।
আরও পড়ুন - গুগল ড্রাইভ এবার আরও সহজ, করা যাবে ভিডিয়ো প্লে ব্যাক
তবে, বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অধিগ্রহণে আগ্রহী রয়েছে। কিন্তু KYC সংক্রান্ত সমস্যার কারণে অধিগ্রহণের বিষয়েও বিস্তর জটিলতা রয়েছে বলে মনে করা হচ্ছে।