গুগল পে, ফোন পের হাত ধরে শুরু হয় নতুন যুগ। ধীরে ধীরে অনেক ব্যাঙ্কই নিজেদের UPI বাজারে এনেছে। পেমেন্ট এবার নতুন লেন্ডিং ইন্টারফেস আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পেমেন্ট নয়, এই গেটওয়ে থেকে ঋণ নিতে পারবেন ব্যবহারকারীরা। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যবহারকারী লোন নিতে পারবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে অংশ নেন। তিনি জানিয়েছেন, মূলত কৃষিক্ষেত্র ও ক্ষুদ্র মাঝারি আকারের ব্যবসায় ঋণদানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এই পদক্ষেপ। UPI-এর ধাঁচেই ইউনিফায়েড লেন্ডিং ইন্টারফেস-এ একাধিক ব্যবহারকারী ঋণ নিতে পারবেন। প্রাইমারি অ্যাকাউন্ট যার নামে, তিনি বাকি ব্যবহারকারীর ঋণের পরিমাণ ঠিক করে দিতে পারবেন। গভর্নর জানিয়েছেন, গ্রামীণ এলাকায় ছোট ঋণগ্রহীতাদের সুবিধার জন্যই এই অ্য়াপ।
জানা গিয়েছে, ব্যাঙ্কিং পরিষেবাগুলির ডিজিলাইজেশনের অংশ হিসেবেই এই ULI থাকবে। এটি রিজার্ভ ব্যাঙ্কের একটি ডিজিটাল তথ্যভাণ্ডার। এখানে জমি সংক্রান্ত নানা তথ্যও থাকবে। এই তথ্য দেখতে পারবেন ঋণদাতা ও গ্রহীতা, দুজনেই। ঋণগ্রহীতার সম্মতির উপর নির্ভর করেই সব তথ্য এই প্ল্যাটফর্মে দেওয়া হবে। নতুন প্ল্যাটফর্মটিতে তথ্যের গোপনীয়তা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে।
এই অ্যাপ এলে কৃষি ও MSME ঋণগ্রহীতাদের জন্য চাহিদা পূরণ করবে। UPI পেমেন্ট যেমন ডিজিটাল যুগের ইকোসিস্টেম বদলে দিয়েছিল, ULI-এ ভারতের ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। এমনই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।