Realme GT 7 Pro: বাজেটের মধ্যেই ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ Realme-র, ফিচার কী কী? জানলে অবাক হবেন

Updated : Nov 28, 2024 09:42
|
Editorji News Desk

২০১৮ সালে প্রথম আত্মপ্রকাশ করে Realme। লক্ষ্য ছিল বাজেটের মধ্যে ফিচারে ঠাসা ফোন তৈরি করা। ২০২২ সালে GT 2 Pro  লঞ্চ করেছিল সংস্থাটি। যা তাদের ফ্ল্যাগশিপ সেগমেন্টের মধ্যে অতি জনপ্রিয় একটি মডেল। দাম রাখা হয়েছিল ৫০ হাজার টাকা। কিন্তু বর্তমান সময়ে ফ্ল্যাগশিপ ফোনে 8GB RAM পারফেক্ট কম্বিনেশন নয়। 

সম্প্রতি Realme-র তরফে লঞ্চ করা হয়েছে GT 7 Pro। 12GB+ 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬০ হাজার টাকা। কী কী রয়েছে এই ফ্ল্যাগশিপ মডেলটিতে? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিয়োটি দেখুন...

একাধিক অত্যাধুনিক ফিচারের সঙ্গে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 ইলাইট। যার ফলে যেকোনও টাস্ক প্রসেসিংয়ে ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই সংস্থার তরফে দাবি করা হয়েছে। 

 6.78 ইঞ্চি 120Hz কার্ভড ডিসপ্লে, লং পারফরম্যান্সের জন্য 6500 mAh ব্যাটারি, আলট্রা ফাস্ট 120w চার্জিং সহ একাধিক স্টেট অফ দ্যা আর্ট ফিচার অ্যাড করা হয়েছে। Realme-র এই ফ্ল্যগশিপ মডেলটি কেনার আগে জেনে নিন আপনার এক্সপেকটেশন কি ফুলফিল করতে পারবে এই ফোনটি? 

দাম-
মোট দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে Realme GT 7 Pro। তারমধ্যে 12GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও 16GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬২ হাজার ৯৯৯টাকা। ২৯ নভেম্বর থেকে ফোনটি ভারতে বিক্রি শুরু হবে। 

স্পেশিফিকেশন-
Realme-র ফ্ল্য়াগশিপ ফোনগুলির মধ্যে এই একটি হাই পারফরম্যান্স স্মার্টফোন। কাটিং এজ টেকনোলজি তার সঙ্গে আকর্ষণীয় ডিজাইন, এই দুটি বিষয়ে অন্য ব্র্যান্ডের থেকে আলাদা Realme GT7 Pro। 

মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে কালারে ফোনটি লঞ্চ করা হয়েছে। দেওয়া হয়েছে 6.78 ইঞ্জি কার্ভড ডিসপ্লে যার রেজলিউশন 1.5k। 6500nits ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট। যার ফলে ভিডিয়ো দেখা থেকে গেমিং সবকিছুতেই অন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন ব্যবহারকারীরা। 

Realme GT7 Pro ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite প্রসেসর। দেখাও হয়েছে 3mm Octa Core CPU। এর ফলে অনন্য প্রসেসিং স্পিড পাবেন ব্যবহারকারীরা। 512GB ইন্টারন্যাল স্টোরেজ থাকছে। 24 GB-র ডায়নামিক RAM-ও রয়েছে এই ফোনটিতে। 

Realme GT 7 Pro-র ক্যামেরা সিস্টেম অত্যন্ত আকর্ষণীয়। দেওয়া হয়েছে 50MP পেরিস্কোপিক পোর্টেট ক্যামেরা যেখানে দেওয়া হয়েছে IMX 882 সেন্সর। এবং 50MP-র একটি ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে রয়েছে Sony IMX906 OIS ক্যামেরা। এছাড়াও 8MPর আলট্রা ওয়াইড এবং 16MP-র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। নাইট, পোর্টেট এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফির জন্য বিভিন্ন মোড দেওয়া হয়েছে। 

5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ফলে সিঙ্গেল চার্জে টানা একদিন পাওয়ার ব্যাকআপ দেবে ফোনটি। 5G ডুয়েল মোড, WIFI 6, Blutooth 5.4, NFC-র ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে।  

Realme

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ